Tag Archives: উদ্বোধন

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন হয়েছে। প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল করিম, কুমিল্লা- নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সির রিজিওনাল হেড মোঃ সফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য রকিবুল ইসলাম, রাহাত মিতু,মাহমুদুর রহমান, ইকবাল বাহার, সাবেক ক্রিকেটার উল্লাস প্রমুখ।

কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ২-১ গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে। কুমিল্লা জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম তুহিন।

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হাবিবুর রহমান মুন্না:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় কুমিল্লা বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ ৬-০ গোলে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজকে হারিয়েছে।দ্বিতীয় ম্যাচে বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজ ৩-১ গোলে বুড়িচং সোনার বাংলা কলেজকে হারিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমিরুল কায়ছার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

এই টুর্নামেন্ট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছেন।

কুমিল্লায় মাসব্যাপি

কুমিল্লায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কুমিল্লায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য ও তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়।

বুধবার বেলা ১১টায় কুমিল্লা স্টেশন ক্লাবে বেলুন উড়িয়ে র‍্যালির মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ

মেলায় অংশগ্রহণকারী ১২০টিরও বেশি স্টলে স্থান পেয়েছে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত খাদি, বাটিক, কারু ও মৃতশিল্পসহ দেশী-বিদেশি নানা পণ্য। দীর্ঘ চার বছর পর এই মেলায় অংশগ্রহণ করতে পেরে বিক্রেতারা যেমন খুশি তেমনি মেলায় বাহারি পণ্যের সমাহার দেখে খুশি ক্রেতারাও।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ যে কর্মসূচি নেয়া হয়েছে সে কর্মসূচির অংশ হিসেবে আজকে কুমিল্লায় মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় দেশীয় এবং কারু পণ্যের সমাহার  রয়েছে।

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার।

কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: মোখলেছুর রহমান আবু।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কারাতে প্রতিযোগিদের অংশগ্রহণে সংক্ষিপ্ত ডিসপ্লেও প্রদর্শিত হয়।

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ আসর চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সিবাড়ি সড়কে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম ফরিদ আমিন। ব

ক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সদস্য সচিব খন্দকার নিজাম বাঙালী, চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সদস্য সচিব এম এ মতিন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তামজিদ।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা জিমনেসিয়ামে আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জিমনেসিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা পুলিশ দল অংশ নিচ্ছে। দুটি গ্রুপে লীগ পর্যায়ে খেলবে। গ্রুপ-ক দলে কুমিল্লা জেলা, চাঁদপুর খাগড়াছড়ি ও লক্ষীপুর জেলা দল। গ্রুপ-খ দলে বান্দরবান জেলা, কক্সবাজার, রাঙ্গামাটি ও আর আর এফ চট্টগ্রাম।

১৫ ফেব্রুয়ারি কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হবে। উদ্বোধনী খেলায় ৫০/১৫ পয়েন্টে চাঁদপুর জেলাকে হারায় কুমিল্লা জেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার মংনে খোয়াই মারমা।

উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার নাজমুল হাসান, মতিউল ইসলাম, কামরান হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

মুরাদনগর উপজেলায় ১৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল, কলেজ, ক্লিনিক, গ্যাস ক‚পসহ ১৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪টি জেলার মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা যুক্ত
ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র দর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিনচৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী প্রমূখ।

মুরাদনগর উপজেলায় উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো, শ্রীকাইল গ্যাস ক‚প ১টি, নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত ১টি উ”চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ১টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি এবং ভূমিহীন-গৃহহী ৬০ জন পরিবারের মাঝে ঘর প্রধান।

ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার পর তিনি জয়িতা টাওয়ারের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক সচিব নাজমা মোবারেক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জয়িতা ফাউন্ডেশনের টাওয়ারে মার্কেট প্লেস পরিদর্শন করেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে। জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই মধ্যে সরকার দেশের প্রতিটি বিভাগে প্রতীকী মূল্যে ১ বিঘা করে জমি বরাদ্দ দিয়েছে। জয়িতার কার্যক্রম বিভাগ, জেলা ও উপজেলায়ও চালুর মাধ্যমে দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। শুধু পাড় বাধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

একই সঙ্গে দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কাঙ্ক্ষিত পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাঙ্ক্ষিত পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

অবশেষে বহুল কাঙ্ক্ষিত পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে ডিজিটাল সুইচ টিপে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় তিনি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান। এর আগের সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন হওয়ায় এ অঞ্চলে যোগাযোগের নবদিগন্ত উন্মোচিত হলো। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।

উদ্বোধনের পর মাওয়া স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী। এতে শেখ হাসিনাসহ মন্ত্রীপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের যাত্রী হওয়ার কথা রয়েছে। চীন থেকে আমদানি করা ১৪টি কোচ দিয়ে ট্রেনটি প্রস্তুত করা হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত একাধিকবার যাত্রী ও মালবাহী ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। গত কয়েক দিন ধরে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত অন্তত ৬ বার ১০ কোচের একটি ট্রেনের ট্রায়াল হয়েছে। সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়েছে এই রুটে। প্রধানমন্ত্রী ভাঙ্গা রেলওয়ে জংশনে নেমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডা. কাজী ইউসুফ স্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে নতুন রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে মাওয়া ও ভাঙ্গা রেলওয়ে স্টেশন, স্টেশন চত্বর ও লাইনের দু’পাশ রাঙিয়ে তোলা হয়েছে। যে ট্রেনটিতে প্রধানমন্ত্রীসহ অতিথিবৃন্দ চড়বেন, সেটিরও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গত কয়েকদিন আগেই। ব্রডগেজ ট্রেনটি ১০টি কোচ নিয়ে মাওয়া থেকে ভাঙ্গা যাবে। প্রধানমন্ত্রীসহ অতিথিবৃন্দের নিরাপত্তা নিশ্চিতে ট্রেনটির দুপাশে দুটি ইঞ্জিন এবং মাঝখানে দুটি পাওয়ারকার যুক্ত থাকবে।