শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযান: ১৮২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদর ও সদর দক্ষিণ মডেল উপজেলা এলাকা হতে ১৮২ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ অক্টোবর ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম গদানগর (মুড়িবাড়ী) গ্রামের মৃত. জুলফু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪০)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ অক্টোবর সকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল উপজেলার পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার সদর থানার পূর্ব হোসেনপুর গ্রামের মৃত খলিলুর রহমান খান এর ছেলে মোঃ শাহ আলম খান (৪২), একই গ্রামের লিয়াকত মাল এর ছেলে মোঃ মোর্শেদ আলম (৪০) এবং একই থানার পশ্চিম হোসেনপুর গ্রামের আলী গাজী এর ছেলে মোঃ মোমিন গাজী (৩৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন