Tag Archives: ঐতিহ্যের শহর কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাঙ্কের শহর….

ঐতিহ্যের শহর কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাঙ্কের শহর….

 

স্টাফ রিপোর্টারঃ
ঐতিহ্যের শহর কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর
ট্যাংকের শহর। ব্রিটিশ আমলেই অন্তত ১১টি ব্যাংকের প্রধান কার্যালয় ছিল কুমিল্লায়।
সমবায়ভিত্তিক নানা অর্থনৈতিক কর্মকাণ্ডও দারুণভাবে বিকশিত হয়েছে কুমিল্লায়। আর ট্যাংক মানে জলাধার।

কুমিল্লায় অসংখ্য দীঘি আর পুকুর আছে। কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর আসলে সাগর নয়, দীঘি। কিন্তু এত বড় দীঘি হওয়ায় একে সাগর বলে ডাকে মানুষ। এছাড়া রানীর দীঘি, উজির দীঘি, তালপুকুর; এমন অনেক পুকুর বা দীঘি মন কেড়েছে কবি-সাহিত্যিকদেরও।

এসব জলাধার কুমিল্লার ঐতিহ্যেরই অঙ্গ। মালিকানা যারই হোক, এলাকার মানুষ নির্বিশেষে এসব জলাধার ব্যবহার করে। প্রয়োজনে আশপাশের এলাকার মানুষের পানির চাহিদা মেটায় এসব জলাধার। পরিবেশ সংরক্ষণেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু সেই ঐতিহ্যে পড়ছে এখন লোভের থাবা।