স্টাফ রিপোর্টার:
কুমিল্লার পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না শীতকালীন সবজির দাম। পাইকারি ও খুচরা দামের বিস্তর ফারাকে বিপাকে পড়েছেন ক্রেতারা। এছাড়া বাজারভেদেও রয়েছে দামের ভিন্নতা।
শুক্রবার সকালে নগরীর নিউ মার্কেট, রাণীর বাজার, চকবাজার, পদুয়ার বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, ফুলকপি-বাঁধাকপি প্রতিটি ৩০-৪০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, গাজর ৬০ টাকা, মুলা ৩০ টাকা, করলা ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, টমেটো ৫৫-৬৫ টাকা, আলু ২৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৫০ টাকা।
নিউ মার্কেটের এক ব্যবসায়ী বলেন, এ বাজারে সবজির বেশি দাম নিয়ে সবার অভিযোগ রয়েছে। কান্দিরপাড়ে কাঁচামালের গাড়ি ঢুকাতে অতিরিক্ত টাকা খাজনা দিতে হয়। এছাড়া পথে পথে চাঁদাও দিতে হয়। এ বাজারে তুলনামূলক বেচাকেনাও কম। তাই দাম কিছুটা বেশি নিতে হয়।
পদুয়ার বাজারের ক্রেতা আবু জাহের বলেন, শহরের তুলনায় এখানে সবজির দাম কিছুটা কম। তবে গত বছরের তুলনায় এ বছর দাম বেড়েছে।