কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে উপ- নির্বাচনে প্রচারণা চলাকালে নগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিমের পক্ষে গণসংযোগ করার সময় কাউন্সিলর হাসানের অফিসে হাতি প্রতিকের নারী টিমকে দীর্ঘক্ষণ আটক করে রাখে। এ সময় সমর্থক বাবুলকে মারধর করা হয়। নারী কর্মীদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়।
রোববার দুপুরে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
এই ঘটনায় মেয়র প্রার্থী তানিম রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।