Tag Archives: ঔষধ বিতরণ

চৌদ্দগ্রামে জিয়াউর

চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যৌথ উদ্যোগে অন্তত পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বুধবার (১১ই সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপি এ আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের চট্রগ্রাম মহানগরীর সহ-সভাপতি ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল। সার্বিক সহযোগীতায় ছিলেন কম্বোডিয়া শাখা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাহিন রেজা।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু। উদ্ভোধনী বক্তব্যে গোলাম কিবরিয়া টিপু বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্জারী বিশেষজ্ঞ ডাঃ তোফায়েল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাবেদ হোসেনসহ চারজন স্পেশালিষ্ট ডাক্তার রোগী দেখবেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালায় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক এম. জহির, চট্রগ্রাম মহানগর পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোঃ শাহিন, উপজেলা যুবদল নেতা মোঃ এয়াছিন, জগন্নাথদিঘী ইউনিয়ণ বিএনপি নেতা মোস্তফা খান প্রমুখ।