ইসরাইলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে: ইরান
ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দ্রুতই ইরানে হামলা চালানোর জন্য ‘প্রস্তুত’ বলে ঘোষণা করেছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানের উপর ইসরাইলের সম্ভাব্য প্রত্যাঘাতের সমর্থনে কথা বলেছেন। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরাইল যদি কোনো আক্রমণের চেষ্টা করে, তবে তেহরানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে।
শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন আরাগচি, যা ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
আরাগচির দামেস্ক সফরের মূল লক্ষ্য ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা। আসাদের সরকার ইরানের দীর্ঘদিনের আঞ্চলিক মিত্র, এবং ইরান সমর্থিত হিজবুল্লাহও তাদের ঘনিষ্ঠ সহযোগী। হিজবুল্লাহ ইরানের কাছ থেকে দীর্ঘদিন ধরে আর্থিক এবং সামরিক সহায়তা পেয়ে আসছে।
সিরিয়া সফর সম্পর্কে আরাগচি বলেন, ‘ইসরাইলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হবে। তারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারে, কিন্তু প্রতিক্রিয়া হবে আরও শক্তিশালী।’ তিনি আরও বলেন, ‘আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
আরাগচি আরও বলেন, ‘দামেস্ক এবং বৈরুত সফরের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে ইরান যেকোনো পরিস্থিতিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার ইরান ইসরাইল লক্ষ্য করে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। কিছু ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছিল।
এর আগে শুক্রবার বৈরুত সফর করেছিলেন আরাগচি, যেখানে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ও সিরিয়ার নেতাদের সাথে বৈঠক করেন তিনি।