কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
কুমিল্লার চাঁন্দপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোঃ কাউসার (২২) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চাঁন্দপুর ভাবনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্র জানা যায়, অভিযুক্ত মোঃ রশিদ মিয়া, এরশাদ মিয়া, মোঃ সাহিদ মিয়া প্রঃ বুলেট, নাহিদ প্রঃ গালপোড়া নাহিদ, মনা মিয়া, রিয়াজ, মোঃ শাওন মিয়া, এনাম মিয়া, মোঃ সজিব, রাব্বি এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে কাউসার এবং তার সঙ্গীদের ওপর হামলা চালায়।
হামলার সময় মোঃ রশিদ মিয়া কাউসারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর এরশাদ মিয়া কাউসারকে আঘাত করতে গেলে, তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তবুও ডান হাতের কবজিতে মারাত্মক জখম হয় এবং হাড়সহ রগ কেটে যায়।
পরে অভিযুক্তরা সেলিনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে বৈদ্যুতিক মিটারসহ প্রায় ১,২০,০০০ টাকার ক্ষতি করে। বাধা দিলে বাড়ির সদস্যদেরও মারধর করে এবং হুমকি দেয়।
এ ঘটনার পর আহত কাউসারকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
সেলিনা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। মামলায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।