Tag Archives: comilla newspaper

দাউদকান্দিতে আলোচিত

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত বাবু(২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গৌরীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেল বড়ুয়া জানান, নিহতের মা ১০ জন নামধারী এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে মামলায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল।

পুলিশ জানায়, নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা।

নিহত মহিউদ্দিন উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

দাউদকান্দিতে যুবককে

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মহিউদ্দিন(৩০) নামে এক যুবককে কুপিয়ে হাতের কনুই বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে।

শনিবার সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ীর সামনে মসজিদ সংলগ্ন সড়কে দুবৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালায়। দুবৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে আহত করে এবং ডান হাতের কনুইর নিচ থেকে কেটে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল নাইমা বলেন, ডান হাত এবং বাম হাতে একাধিক জখম, ডান হাতের কনুইর নিচের অংশ ছাড়াই হাসাপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।

নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারনা, মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যাকান্ডের ঘটনা।

এদিকে মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেটে যাওয়া এক যুবকের ১১সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘুড়াতে ঘুড়াতে হেটে যাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল। আর এলাকায় মহিউদ্দিন স্থানীয়ভাবে পুলিশের সোর্স হিসেবে পরিচিত ।

নিহত মহিউদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার তার এক বছরের শিশু কন্যা জান্নাতকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় বার বার মূর্ছা যান। আর বলতে থাকেন আমি এখন কি করব। আমার মেয়ে কাকে বাবা বলে ডাকবে। আমার মেয়েকে যারা এতিম করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা ওসি তদন্ত মোঃ শহিদুল্লাহ এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুমেল বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, প্রাথমিক ধারনা মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যার ঘটনা।

নিহত মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর মহিউদ্দিনের নামে মাদক, মারামারি ও ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে।

কুমিল্লায় মাদক ব্যবসায়

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চাঁন্দপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোঃ কাউসার (২২) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁন্দপুর ভাবনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র জানা যায়, অভিযুক্ত মোঃ রশিদ মিয়া, এরশাদ মিয়া, মোঃ সাহিদ মিয়া প্রঃ বুলেট, নাহিদ প্রঃ গালপোড়া নাহিদ, মনা মিয়া, রিয়াজ, মোঃ শাওন মিয়া, এনাম মিয়া, মোঃ সজিব, রাব্বি এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে কাউসার এবং তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

হামলার সময় মোঃ রশিদ মিয়া কাউসারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর এরশাদ মিয়া কাউসারকে আঘাত করতে গেলে, তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তবুও ডান হাতের কবজিতে মারাত্মক জখম হয় এবং হাড়সহ রগ কেটে যায়।

পরে অভিযুক্তরা সেলিনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে বৈদ্যুতিক মিটারসহ প্রায় ১,২০,০০০ টাকার ক্ষতি করে। বাধা দিলে বাড়ির সদস্যদেরও মারধর করে এবং হুমকি দেয়।

এ ঘটনার পর আহত কাউসারকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

সেলিনা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। মামলায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে

প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে কলকাতায় আত্মগোপনে সাবেক এমপি বাহার ও তার মেয়ে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে আছেন বলে জানা গেছে। তারা বর্তমানে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে অবস্থান করছেন।

ভারতীয় গণমাধ্যম ‘ওপি ইন্ডিয়া‘র একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দশ দিন আগে সীমান্ত অতিক্রম করে তারা কলকাতায় পৌঁছেছেন এবং সেখানে অবস্থান করছেন। তাদের এই অবস্থানের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার রুপি খরচ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর, আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনাও বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৯ আগস্ট রাতে তাহসিন বাহার সূচনা কুমিল্লার বুড়িচং উপজেলার চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর, ত্রিপুরা রাজ্যের বক্সনগরে দুই দিন অবস্থান করে ৩১ আগস্ট কলকাতায় যান। ভারতে প্রবেশে তাদের সহায়তা করেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

‘ওপি ইন্ডিয়া’ আরও জানিয়েছে, ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন তারা। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই বাহাউদ্দিন বাহারের কুমিল্লার মনোহরপুরের বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।

সাবেক এমপি বাহার

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক এমপি বাহার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সাবেক সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ ৯৫ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে সাবেক এমপি বাহার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অন্তত ৭০ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে সশস্ত্র হামলা ও গুরুতর জখম করার অভিযোগে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত কুমিল্লার দক্ষিণ চর্থার আতাউর রহমান হাকিমের ছেলে ব্যবসায়ী আহমেদ রাজিব ওরফে রাজিব বাদি হয়ে এ মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও গুলি চালানো হয় বলে উল্লেখ করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মামলাটি গ্রহণ করেন।

অভিযোগে জানা যায়, মামলার আসামীরা দীর্ঘদিন যাবৎ ১ নম্বর আসামী বাহারের পালিত বাহিনীর সদস্য হয়ে শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী করে আসছে। তারা কোনো আইন-কানুন মানে না। সাবেক এমপি বাহার এর ছত্রছায়ায় আসামীরা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করে আসছে। আসামীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। আসামীরা দিন-দুপুরে মানুষ খুন করে দিব্যি বুক ফুলিয়ে চলাফেরা করে। কেউ তাদের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে হত্যা করতো কিংবা মিথ্যা মামলা দায়ের করে জেল খাটাতো। তাদের নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সারাদেশে কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে বাদী এ আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত থাকেন। আসামীরা ছাত্র-জনতা আন্দোলনকে দমানো এবং জড়িত বাদীসহ অন্যান্যদের হত্যা গুম করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বেলা ৪টায় বাদীসহ স্বাক্ষীরা আন্দোলন কর্মসূচীকে সমর্থন জানানোর জন্য কুমিল্লার কান্দিরপাড় টাউনহল মাঠে আসার উদ্দেশ্যে রওনা হলে তালতলা চৌমুহনীর রাস্তার উপর পৌছানো মাত্র ১নং আসামীর হুকুমে নির্দেশে এজাহারনামীয় সকল আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে হাতে পিস্তল, একনলা বন্ধুক, পাইপ গান, দা-ছেনী, ডেগার, লোহার রড ইত্যাদি অস্ত্র নিয়ে বাদীসহ স্বাক্ষীগণের পথরোধ করে। বাদী পথরোধের কারণ জিজ্ঞাসা করে পথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

২নং আসামী আমিনুল ইসলাম টুটুল কোটা বিরোধী আন্দোলনের মজা বুঝাইতেছি বলে তার হাতে থাকা ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথা লক্ষ্য করে কোপ দিলে এ কোপ বাদীর মাথার বাম পাশে পড়ে মারাত্মক জখম হয়। ৩নং আসামী মাসুদ তার হাতে থাকা ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথার ডান পাশে স্বজোরে কুপ দিয়ে মারাত্মক জখম করে। ৪নং আসামী আবদুল্লাহ আল মাহমুদ সহিদ তার হাতে থাকা ডেগার দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর বুক লক্ষ্য করে ঘাই দিলে উক্ত ঘাই বাদীর বাম হাত দিয়ে ঠেকালে তা বাদীর বাম হাতে পড়ে রগ কেটে যায়। ৫নং আসামী আতিক উল্লাহ খোকন হাতে থাকা পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীকে লক্ষ্য করে গুলি ছুড়লে বাদী জীবন বাঁচানোর জন্য একটু সরে গেলে উক্ত গুলি প্রচন্ড জোরে বিস্ফোরিত হয়ে লক্ষ্যভেদ হয়।

মামলায় যাদের আসামী করা হয় তারা হলেন, (১) আ.ক.ম. বাহাউদ্দিন বাহার (৭০), (২) আমিনুল ইসলাম টুটুল (৫৮), (৩) মাসুদ (৪২) সাবেক কাউন্সিলর, (৪) আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ (৫৭), (৫) আতিকুল্লাহ খোকন (৫৮), (৬) আহম্মেদ নিয়াজ পাভেল (৪৬), (৭) জহিরুল ইসলাম রিন্টু (৪৮), (৮) হাবিবুল আল-আমিন সাদী (৪৫) ১১নং ওয়ার্ড কাউন্সিলর, (৯) সরকার মাহমুদ জাবেদ (৫০) ৩নং ওয়ার্ড কাউন্সিলর, (১০) আজিজুল হক শিহানু (৩৬), (১১) কাজী মনি (৪৫), (১২) তপ্ত (২৫), (১৩) শাওন (৩৫) ওরফে মামা শাওন: (১৪) সানি (২৮) ওরফে পিস্তল সানি, (১৫) মোস্তাক ওরফে বডি মোস্তাক, (১৬) আনিছ মিয়া (৪৮), (১৭) জাহিদ মিয়া (৪৫) ওরফে চোরা জাহিদ, (১৮) নজরুল (৪০) ওরফে ওয়ার্ড মাস্টার নজরুল, (১৯) রতন (৫২), (২০) হাসান (৫১), (২১) রিংকু মিয়া (৪২), (২২) আবুল কালাম ওরফে বুলেট কালাম (৫৬), (২৩) ছালাম মিয়া (৪২), (২৪) জাকির হোসেন (৪৮), (২৫) মো: সুজন ড্রাইভার (৩৭), (২৬) ইয়াকুব আলী (৪৫), (২৭) আলমগীর হোসেন (৫৪), (২৮) বালু খায়ের (৪২), (২৯) নজরুল রহমান (৫২), (৩০) আব্দুল আলিম, (৩১) মো: হুমায়ুন মেম্বার (৪০), (৩২) জসিম (৪০) ওরফে কান কাটা জসিম, (৩৩) আহহ্লাদ মিয়া (৪২), (৩৪) রাজু ওরফে গ্যারেজ রাজু ওরফে কুত্তা রাজু, (৩৫) জাহিদুল মিয়া, (৩৬) রাব্বু (৩৫) (শহিদ মিয়ার ভাগিনা), (৩৭) ছোটন (৩৫) ওরফে কসাই ছোটন, (৩৮) কাউছার খন্দকার (৪৫), (৩৯) স্বপন মিয়া (৩৪), (৪০) ফয়সাল (৪০), (৪১) সৈকত (৪০), (৪২) জসিম মিয়া (৪৬), (৪৩) শ্বেত কাদের (৫০), (৪৪) মাছুম (৪২), (৪৫) মীর হোসেন (৩৪), (৪৬) মাহাবুব হাসান (৫২), (৪৭) আব্দুল হান্নান সোহেল (৪৪), (৪৮) আশিকুর রহমান (৩৫), (৪৯) মো: সেলিম মিয়া (৫০), (৫০) আলাউদ্দিন মিয়া (৪৫), (৫১) ইব্রাহিম খলিল জনি (৪৫), (৫২) সালাউদ্দিন ওরফে কালু সালাউদ্দিন, (৫৩) জয়নাল আবেদীন (৪২), (৫৪) শেখ সাদী (৪৫), (৫৫) বরিশাইলা রুহুল আমীন (৪৫), (৫৬) মো: আব্দুল হান্নান (৪৫), (৫৭) আক্তার হোসেন (৪৮), (৫৮) সাইফুল ইসলাম ওরফে পিলে সাইফুল (২২), (৫৯) আব্দুল হান্নান চৌধুরী অপু (৩৭), (৬০) আবু ইউসুফ বাবু (৫৬), (৬১) আনোয়ার হোসেন মিঠু (৪২), (৬২) রাজু ওরফে দেখা রাজু (৩৫), (৬৩) হুমায়ুন কবির (৫০), (৬৪) জসিম মিয়া (৪০), (৬৫) বোরন মিয়া (৩৫), (৬৬) মুন্না মিয়া (২৮), (৬৭) আজিম মিয়া (২৫), (৬৮) খায়রুল মাসুদ ডালিম (৪২), (৬৯) খায়রুল মামুন (৩৮), (৭০) ভুটু মিয়া (৪২) ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন।

পুলিশের ভাবমূর্তি

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে : উপদেষ্টা

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে : উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পুলিশের ভাবমূর্তি (ইমেজ) উন্নত করতে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া, যা সময়ের সাথে সাথে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একদিনেই সবকিছু করা সম্ভব নয়। এজন্য সময় দিতে হবে, এবং এই বিষয়ে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বন্যার কারণে চৌদ্দগ্রামে

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

স্টাফ রিপোর্টার:

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজসহ ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

১ সেপ্টেম্বর থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও জলাবদ্ধতার কারণে এখনো ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি থাকার কারণে এখনও ৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদরাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে।

বাকি বিদ্যালয়গুলোর পাঠদান শুরু হলেও চতুর্দিকে পানি থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

গত ১৮ আগস্ট থেকে বন্যার কারণে চৌদ্দগ্রামে র পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে।

এতে ১৭০টি প্রাথমিক, ৫৪টি মাধ্যমিক, ৪৮টি মাদরাসা, একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি-বেসরকারি ১১টি কলেজসহ মোট ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনগুলোতে আশ্রয় নিয়েছে মানুষ।

সরেজমিনে দেখা গেছে, আলকরা ইউনিয়নের বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখনও পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও যাতায়াতের সড়কে পানি থাকায় ওইসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও চারপাশে পানির থৈ থৈ অবস্থায় থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ। এছাড়া কিছু এলাকায় বাড়ির উঠানে এবং সড়কে পানি থাকায় অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসতে পারছে না। ফলে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।

আব্দুর রশিদ নামে এক অভিভাবক বলেন, “চারদিকে এখনও যে পরিমাণ পানি রয়েছে, সে কারণে আমার ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। পুরোপুরি পানি কমলে সে স্কুলে যাবে।”

ফারুক নামের এক শিক্ষার্থী বলেন, “বন্যার পানি ঘরে প্রবেশ করে বই-খাতাসহ সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কি নিয়ে স্কুলে যাবো?”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম বলেন, “উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭০টিতে পানি উঠেছে। এখনো ৭০টি বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি রয়েছে। যার কারণে ওই বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ৬৭ বিদ্যালয়ের বেঞ্চ, টয়লেট ও ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে, সেগুলোতে পাঠদান শুরু হয়েছে তবে চতুর্দিকে পানি থাকায় শিক্ষার্থী উপস্থিতি কম।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, “পানি থাকার কারণে উপজেলার ৭টি স্কুল ও ৫টি মাদরাসায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। বাকিগুলোতে যথারীতি পাঠদান চলমান রয়েছে।”

শান্তর ট্রফি নিয়ে ঘুম

শান্তর ট্রফি নিয়ে ঘুম: মেসির বিশ্বকাপ মুহূর্তের অনুকরণ

শান্তর ট্রফি নিয়ে ঘুম: মেসির বিশ্বকাপ মুহূর্তের অনুকরণ

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। সেই জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আর্জেন্টাইন এই মহাতারকা। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই স্মরণীয় রাতে বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমানোর ছবিটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। সেই মুহূর্তে মেসির ট্রফির প্রতি ভালোবাসা ও আবেগ ফুটবলপ্রেমীদের মন জয় করেছিল।

এবার মেসির মতোই কিছুটা আবেগঘন মুহূর্ত তৈরি করলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো জয় পেয়ে ট্রফি নিয়ে ঘুমালেন বাংলাদেশের এই অধিনায়ক। আজ সকালে সেই মুহূর্তটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন শান্ত, যেখানে দেখা যায় ট্রফির পাশে ঘুমিয়ে আছেন তিনি।

ছবিটির ক্যাপশনে শান্ত সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘শুভ সকাল।’

এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে শান্ত এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করেছেন, শান্তকে মেসির অনুকরণ না করে নিজের সৃজনশীলতার পরিচয় দেয়া উচিত।

যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে

চৌদ্দগ্রামে যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত

চৌদ্দগ্রামে যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের হাজী সুরুজ মিয়া সড়ক দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। সড়কটিতে পূর্বে সামান্য ইট, বালু দেখা গেলেও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, হাজী সুরুজ মিয়া সড়কটি বন্যার পানিতে তলিয়ে যায়। এতে পদুয়া, দামারপাড়া, আশফালিয়া ও দক্ষিণ ডেকরা গ্রামের মানুষের চলাচলে প্রায় বন্ধ হয়ে যায়।

গ্রামবাসিকে সাথে সদ্য প্রবাস ফেরত মোঃ ইয়াছিন ও পদুয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছে।

জানা যায়, ২০০৪ সালে তৎকালিন জামায়াতের এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো তাহের পদুয়া বাজার থেকে হাজী সুরুজ মিয়া বাড়ীর এক কিলোমিটার এই রাস্তাটি পাকা করন করে দেন। এরপর থেকে দীর্ঘ ২০ বছর রাস্তাটি সংস্কার না করায় সড়কটি কার্পেটিং উঠে গিয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পরে ৪ গ্রামের জনসাধারণ। জনগণের দুর্ভোগের কারণে যুবসমাজের সাথে পরামর্শ করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন প্রবাসী মোঃ ইয়াছিন। গত রোববার ও সোমবার রাস্তাটিতে রাবিশ পেলে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে এলাকাবাসী।

যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে

দামারপাড়ার বাহার মিয়া বলেন, অনেক বছর এ রাস্তা দিয়ে রিক্সা গাড়ী নিয়ে চলাচল করতে পারি নাই। গত কয়েক দিনের বন্যায় সড়কটি ভিশন ক্ষতিগ্রস্থ হয়। প্রবাসীদের উদ্যোগে এ সড়কে রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করায় এখন আমরা ঠিক মত চলাফেরা করতে পারছি।

পদুয়া ইস্রাফিল বলেন, পদুয়ার হাজী সুরুজ মিয়া সড়কটিতে গত ২০ কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। চলাচল অনুপযোগী ছিল। গ্রামবাসী ও প্রবাসী এয়াছিনের উদ্যোগে যুব সমাজ সহযোগিতায় সড়কটি সংস্কার করা হয়েছে।

একই গ্রামের ডাক্তার পেয়ার আহমেদ বলেন, এ সড়কটি অনেক দিন অবহেলিত ছিল। এখন আমরা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করায় ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে।

আমিনুল হক বলেন, গত ২০ বছরে আমাদের এ গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন এ গ্রামটি অবহেলিত ছিল। এ রাস্তা দিয়ে ৫-৬ গ্রামের লোকজন খুব কষ্টে চলাচল করত। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রবাসী এয়াছিন ভাই ও গ্রামবাসী উদ্যোগে সংস্থার করায় তাদের ধন্যবাদ জানাই।

অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান

অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আগামীকাল শুরু হবে: উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আগামীকাল শুরু হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

দেশের চলমান পরিস্থিতি উন্নত করার বিষয়ে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন।

এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামীকাল রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য যৌথ অভিযান শুরু করা হবে। বৈধ এবং অবৈধ সব ধরনের অস্ত্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য প্রথমে মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে এবং এই পথেই এগোবে সরকার।

এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে উল্লেখ করেন যে, মিয়ানমার সীমান্তে কিছু সমস্যা রয়েছে এবং সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে।