Tag Archives: কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

এসময় ৫১ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল স্কাপ, ৪ বোতল বিয়ারসহ তিন জনকে আটক করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার শফিকুল ইসলামের ছেলে মোঃ রানা মিয়া (২৭), একই এলাকার তারা মিয়ার ছেলে মোঃ রবিউল আউয়াল (২৯) এবং সোনারগাও উপজেলার আব্দুল মান্নানের ছেলে মোঃ আমান হোসেন আরমান (৩১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, স্কাপ এবং বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ সাজ্জাদ হোসেন (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার গভীর রাতে জেলার আমতলী বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ২০০ বোতল ফেন্সিডিল ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা গ্রামের আদম আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার (২১ মার্চ) ভোররাতে কুমিল্লার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার দুবারা থানার রামসিংহপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২৬) ও রাজশাহীর মোহনপুরের কাজী ভাতুরিয়া গ্রামের মোঃ নূরনবীর ছেলে মোঃ শাকিউল ইসলাম বাবু (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।