শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিন : জাতির পিতাকে খালেদা জিয়ার স্মরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট:
আজ সকালে নাজিম উদ্দিন রোডের বিশেষ কারাগারে দুর্নীতির দায়ে দণ্ডিত বেগম খালেদা জিয়াকে জেল কর্তৃপক্ষ জিজ্ঞেস করে, তিনি কী খাবেন? বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে কারাগারে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে বেগম খালেদা জিয়া কী খেতে চান তা জানতে চাওয়া হয়। বেগম জিয়ার মনেই ছিলো না যে আজ জাতির পিতার জন্মদিন। তিনি বলেন, ‘কী উপলক্ষে?’ তখন তাকে বলা হয়, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তখন বেগম খালেদা জিয়া একটু ম্লান হাসেন। তিনি বলেন, ‘উনি (বঙ্গবন্ধু) আমাকে পছন্দ করতেন। আমাকে খুব আদর করতেন। আমাকে একটা শাড়িও দিয়েছিলেন।’ এটুকু বলেই তিনি অন্যমনস্ক হয়ে পড়েন।

৩) এরপর যখন তাকে আবারও জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী খাবেন?’ তখন তিনি বলেন, ‘ভালো-মন্দ একটা কিছু হলেই হলো। আমার কোন পছন্দ নেই।’

৪) উল্লেখ্য, স্বাধীনতার কিছুদিন পর জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে তার ধানমণ্ডির ৩২ এর বাসভবনে ডেকে নিয়েছিলেন। এম এ ওয়াজেদ মিয়ার বঙ্গবন্ধুকে ঘিরে কিছু স্মৃতিগ্রন্থ থেকে জানা যায়, এ সময় জিয়াউর রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার কিছু দাম্পত্য কলহ চলছিল। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খালেদা জিয়াকে একটি শাড়ি উপহার দেন এবং জিয়াউর রহমানকে ঠিকঠাকমতো সংসার করার জন্য বোঝান। বেগম খালেদা জিয়াকে আরেকটি কন্যা হিসেবে সম্বোধন করেন শেখ মুজিব।

৫) কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ৭৫’র ১৫ আগস্টের পর বেগম খালেদা জিয়াই বঙ্গবন্ধুর খুনীদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তাদের কূটনৈতিক চাকরিতে পদোন্নতি দিয়েছেন। ১৯৯৬ সাল থেকে তিনি ১৫ আগস্ট নিজের মিথ্যা জন্মদিনের নামে কেক কাটার উৎসব করেছেন। এজন্য তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছেন।

৬) সাধারণত বলা হয় যে, কারাগারে গেলে মানুষের আত্মোপলব্ধি হয়। আজ কারাগারে বেগম খালেদা জিয়ার আত্মোপলব্ধি হলো যে, বঙ্গবন্ধু তাকে ভালবাসতেন।

সূত্র: বাংলা ইনসাইডার

আর পড়তে পারেন