ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শফিক মিয়া নামে ‘ধর্ষণচেষ্টাকারীর’ ভয়ে এক গৃহবধূ পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়ে ওই যুবক বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগকারী ওই নারী দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বিজুলীপাঞ্জার গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। তার অভিযোগ, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে শফিকের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছিলেন। তাই শফিক তাকে মেরে ফেলার জন্য খুঁজছেন। যে কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গৃহবধূর ধরে ঢোকেন শফিক। তাকে কু-প্রস্তাব দেন। কিন্তু ওই নারী রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করেন শফিক। তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন, এমনকি নির্যাতনও করেন। তিনি চিৎকার করলে এলাকার মানুষজন এগিয়ে আসেন। এ সময় শফিক পালিয়ে যান।
মামলার এজাহার থেকে আরো বলা হয়েছে, আহত অবস্থায় ভুক্তভোগীকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সুস্থ হওয়ার পর ভুক্তভোগী আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শফিককে গ্রেফতারও করা হয়। জামিনে বের হয়ে ওই নারীকে হত্যার জন্য খুঁজতে থাকেন শফিক। এ ছাড়া তার পরিবারের লোকজনকেও হত্যার হুমকি দিচ্ছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে গত ২ ডিসেম্বর ওই নারী ফের আদালতে আরো একটি মামলা দায়ের করেন।
ওই নারীর প্রবাসী স্বামীর অভিযোগ, ধর্ষণ মামলার পর এখন জীবন নিরাপত্তা চেয়ে আদালতে করা আবেদনের পরও তাদের শঙ্কা কাটছে না। শফিক তার স্ত্রীকে হত্যার জন্য উঠেপড়ে লেগেছেন। যেকোনো সময় তার স্ত্রীকে হত্যা করতে পারেন শফিক।
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন শফিক মিয়া। তিনি জানান, ওই নারী ও তার স্বামী ষড়যন্ত্র করছেন। গ্রামের লোকজন জানেন তিনি কেমন প্রকৃতির মানুষ। জনগণের কাছে তাকে হেয় প্রতিপন্ন ও পরিবারের লোকজনের ক্ষতি করার জন্য স্বামী-স্ত্রী মিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ নানা কুৎসা রটাচ্ছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেছেন। তিনি থানায় মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।