স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর পার্কসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন কুমিল্লা সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা।
এ সময় জেলা প্রশাসক কামরুল মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব:) আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন ।