ইসতিয়াক আহমেদ:
কুমিল্লায় নির্বাচনী বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে মামলার এজাহারভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুর রহমান।
রবিবার দিবাগত রাত নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারভুক্ত এবং ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম।
আসামিগণ হলেন মুন্সিগঞ্জের সাইদুজ্জামান, ডুমুরিয়া চানপুর এলাকার নজরুল ইসলাম, মোঃ রুবেল, বশিরুল ইসলাম, শুভপুর এলাকা মাহাবুব, গাজিপুর এলাকার রাজন মিয়া, দক্ষিন চর্থার আকাশ হোসেন, দক্ষিণ চানপুর এলাকার মঞ্জুর হোসেন বাদল, কুচাইতলী মধ্যপাড়া এলাকার মোঃ দিদার হোসেন, ২য় মুরাদপুর এলাকার মোঃ কাউছার, ইহচারা এলাকার মাসুদ রানা এবং লক্ষ্মীপুরের মোঃ লিটন ।
রবিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।