জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
শারমিন আক্তারের স্বামী অদুদ মিয়া দুবাই প্রবাসী। ৬ বছরের ছেলে সাজিমকে নিয়ে একাই ঘরে থাকতো শারমিন। দিনাতিপাত ভালোই কাটছিলো তাদের। পাশের ঘরের বিল্লালের কুনজর পরে শারমিনের ওপর। প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো বিল্লাল। মোবাইল ফোনে বিরক্তিকরা ছিলো নিত্যদিনের রুটিন। তাঁর ভয়ে বেশিরভাগ সময় বাপের বাড়ীতেই থাকতো শারমিন। কিন্তু বিল্লালের কুনজর যেন পিছু ছাড়ছে না। লোকলজ্জার ভয়ে কাওকে বলতে পারছিলোনা ।
এতোদিনে বিল্লালও আরো কঠিন ভাবে কথা বলছে শারমিনের সাথে, হুমকি-ধামকি, ছেলেকে অপহরনসহ আরো অনেক বড় ক্ষতি করারও হুমকি দিতো। শারমিনের বসত ঘরে দুই বার চুরিও করে বিল্লাল। সবশেষ ৩জানুয়ারী গভীর রাতে মালামালসহ পুরো বসতঘরটি পুড়িয়ে দেয় বিল্লাল। বিল্লালের বিরুদ্ধে এমন অভিযোগ করেন শারমিন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে অহিদুল্লাহ অদুদ ১ বছর হয় দুবাই প্রবাসে আছেন। তার একমাত্র ছেলেকে নিয়ে স্ত্রী শারমিন আক্তার তাদের বাড়ীতে থাকতেন। পাশের ঘরের রশিদ মিয়ার ছেলে বিল্লাল শারমিন আক্তারের সাথে পরকিয়া সম্পর্ক করতে চায়। এদিকে সারমিন আক্তার কিছুতেই পাত্তা দিতোনা তাকে। তার ভয়ে গেল দু’মাস যাবত শারমিন নারায়নগঞ্জের সোনারগাও উপজেলার ঝাউচর গ্রামে বাপের বাড়ী চলে যায়।
আজ (৪ জানুয়ারী) শ্বশুরবাড়ি থেকে শারমিন আক্তারকে ফোন দিয়ে বলে তোমার বসতঘরে আগুন দিয়ে সব পুড়িয়ে দিছে। এমন সংবাদ পেয়ে ১৫দিনের কন্যা সন্তানকে নিয়ে ছুটে আসেন শ্বশুরবাড়ি নয়াকান্দি গ্রামে। এমন অবস্থা দেখে সাংবাদিকদের সাথে কান্নাকান্না কন্ঠে বলতে থাকেন পূর্বের ঘটনা। শারমিন আক্তার জানান, বিল্লাল এর আগে আমার মোবাইল চুরী করে বলেছিলো তার সাথে সম্পর্ক না করলে আরো বড় ক্ষতি করবে। সে সেটাই করলো। আমার আর কিছু নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। চৌচালা টিনের ঘর, ঘরের ভিতরে থাকা খাট, আলমিরা, সোকেছ, ডেসিনটেবিল, ওয়ার্ড্রফসহ আরো অন্যান্য জিনিসপত্র সব মিলে প্রায় ৮ লাখ টাকা হবে বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রাকিবুল হাসান বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুড়ে যাওয়া ঘরে সিঁধ কাটা দেখেছি। তদন্ত চলছে এর বেশি বলা যাবেনা।
এব্যাপারে বিল্লালের বাড়ীতে গেলে তার ঘরটি তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশিরা জানান, পুলিশ দেখে বিল্লাল ও তাঁর ঘরের লোকজন তালা দিয়ে পালিয়ে যায়।