শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনার করোনা আক্রান্ত রোগী মারা গেলেন ঢাকায়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলার করোনা আক্রান্ত মকবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জালাল উদ্দীন।

সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় লুটেরচর গ্রামের ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। রাতেই ওই রোগী মারা যান। পরবর্তীতে করোনা পরীক্ষা করে দেখা যায় তার করোনা পজেটিভ। ঢাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় জানান, ওই রোগীকে হোমনার হাসপাতালে নিয়ে এসে স্বজনরা বলেছিলেন, তিনি স্ট্রোক করেছেন। তাই তাকে ঢাকায় পাঠানো হয়। পরে স্বজনরা জানান, তার করোনা পজেটিভ। তবে রিপোর্ট আমাদের হাতে এখনো আসেনি। লুটেরচর গ্রামটি লকডাউন করা হয়েছে।

আর পড়তে পারেন