Tag Archives: কুমিল্লায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের ভাতার চেক প্রদান

কুমিল্লায় প্রবাসী কর্মীর ৯০ জন প্রতিবন্ধী সন্তানের মাঝে ভাতার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় কুমিল্লা জেলার প্রবাসী কর্মীর ৯০ জন প্রতিবন্ধী সন্তানদের মধ্যে ভাতার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর ) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান।  সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে শোয়াইব আহমাদ খান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে গত বছর থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান করা হচ্ছে। প্রতি প্রতিবন্ধী সন্তান মাসিক ১০০০ টাকা করে ৫ বছর ধরে মোট ৬০,০০০ টাকা ভাতা পাবেন। তিনি জানান, বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক (গত বছর ৫৮, এ বছর ৪৩) ভাতা কুমিল্লা জেলায় প্রদান করা হচ্ছে। ১২ মাসের ভাতা এক সঙ্গে করে জনপ্রতি ১২ হাজার টাকার চেক প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

কুমিল্লায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধী ও মেধাবী সন্তানদের চেক বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার ৩১ জন প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার ৩১ টি চেক এবং ১৮জন মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির ১৮ টি চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব একেএম শরীফুল আলম সিদ্দিকী এই চেক বিতরণ করেন।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কনফারেন্স রুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদানকৃত চেকগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সভাপতি কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ১০০ জন অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি একেএম শরীফুল আলম সিদ্দিকী বলেন, প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার রক্ষা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে সরকার যথেষ্ট আন্তরিক। তিনি করোনা মহামারীকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, ডিইএমও, টিটিসি এবং শ্রম-কল্যাণ উইংয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বৈদেশিক কর্মসংস্থানের জন্য কারিগরি দক্ষতার গুরুত্ব আলোকপাত করেন এবং কুমিল্লা টিটিসি’র চলমান ট্রেডের বর্ণনা দেন।

অনুষ্ঠানের সভাপতি দেবব্রত ঘোষ জানান, মাসিক ১ হাজার টাকা করে প্রতি প্রতিবন্ধী সন্তানের প্রতিনিধিবৃন্দের কাছে ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মুজিব বর্ষ উপলক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ বছর প্রথম এই ভাতা চালু করেছে। ৫ বছর ধরে প্রতিজন প্রতিবন্ধী সন্তান মোট ৬০ হাজার টাকা প্রাপ্ত হবেন। কুমিল্লা জেলায় মোট ৫৮ জন প্রতিবন্ধী সন্তান এ ভাতা প্রাপ্ত হয়েছেন।

এছাড়া কুমিল্লায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে পিএসসিতে ১৬ জন শিক্ষার্থীকে প্রতি জনকে ১৪ হাজার টাকার চেক এবং এসএসসি ক্যাটাগরিতে ২ জন শিক্ষার্থীর প্রতি জনকে ২৭ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির মোট ১৮টি চেক বিতরণ করা হয়।

কুমিল্লায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের ভাতার চেক প্রদান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের ভাতার চেক হস্তান্তর করলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জেলার ৬ জন প্রবাসী কর্মীর প্রতিবন্ধি সন্তানদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদানকৃত ভাতার ৬ টি চেক হস্তান্তর করেন।

জেলা প্রশাসকের নিজ কক্ষে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

এসময় দেবব্রত ঘোষ জানান, মাসিক এক হাজার টাকা করে প্রতি প্রতিবন্ধী সন্তানের প্রতিনিধিবৃন্দের কাছে ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মুজিব বর্ষ উপলক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ বছর প্রথম এই ভাতা চালু করেছে। ৫ বছর ধরে প্রতিজন প্রতিবন্ধি সন্তান মোট ৬০ হাজার টাকা প্রাপ্ত হবেন। কুমিল্লা জেলায় মোট ৫৮ জন প্রতিবন্ধি সন্তান এ ভাতা প্রাপ্ত হয়েছেন।