Tag Archives: কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের মানবিক সহায়তা প্রদান

 

ডেস্ক রিপোর্টঃ

কোভিড-১৯ এর কারণে ফিরে আসা অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য রামরু’র “ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা” কর্মসূচির আওতায় কুমিল্লা জেলার ৫ উপজেলার (দাউদকান্দি, চান্দিনা, আদর্শ সদর, সদর দক্ষিণ এবং মুরাদনগর) ২৬ জন বিদেশ ফেরত কর্মীর প্রত্যেককে ১৩ হাজার ২৩ টাকা মূল্য মানের ছাগল, খাদ্যসামগ্রী, নগদ অর্থ, সেলাই মেশিন, বস্ত্র ইত্যাদি বিতরণ করা হয়।

 

১২ সেপ্টেম্বর (সোমবার) রামরু’র অভিবাসী সেবা কেন্দ্র কুমিল্লা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন। তিনি অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ কার্যক্রম এবং ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরএফএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন রামরু’র প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা। তিনি রামরু’র কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন এবং কুমিল্লার ৫টি উপজেলায় তাদের চলমান কার্যক্রমের বর্ননা দেন। আরও উপস্থিত ছিলেন রামরু’র প্রকল্প ম্যানেজার ইনজামামুল হক, জেলা কো-অর্ডিনেটর শান্তা রানী সূত্রধর এবং সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং অভিবাসী ফোরাম ইন এশিয়া (এমএফএ)-এর আর্থিক সহায়তায় রামরু কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।

কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরন বিষয়ে মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার:

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরনের লক্ষে আজ মঙ্গলবার (২৩ আগস্ট ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মিলানায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে কুমিল্লার ২২ জন সাংবাদিকদের নিয়ে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মূল আলোচনায় কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর বিভিন্ন সেবা কার্যক্রম যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক, মৃত প্রবাসী কর্মী ও তার পরিবারের জন্য আর্থিক অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মৃতদেহ দেশে আনয়ন, মৃতদেহ পরিবহন ও দাফন খরচ, অসুস্থ প্রবাসী কর্মীদের জন্য আহত বা অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য, এ্যাম্বুলেন্স সাহায্য, দেশে প্রবাসী কর্মী ও তাঁর পরিবারের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিমিত্ত প্রত্যয়ন পত্র, প্রতিবন্ধী ভাতা বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা ও প্রবাসী কল্যাণ শাখা (জেলা প্রশাসকের কার্যালয়) ইত্যাদি তুলে ধরেন।

তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন। এছাড়া তিনি বিস্তারিত তথ্যের জন্যwww.probashi.gov.bd, www.bmet.gov.bd, www.wewb.gov.bd, www.bmet.comilla.gov.bd ভিজিটের আহবান জানান।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেনের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় বক্তারা কুমিল্লা জেলার বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের প্রকৃত চিত্র তুলে ধরেন এবং সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। মোহাম্মদ ইকরাম হোসেন, কান্ট্রি কোঅর্ডিনেটর-বাংলাদেশ, আইসিএমপিডি এর “পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২” এর বিভিন্ন কার্যক্রম ও সাংবাদিকের করনীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক, কুমিল্লার ম্যানেজার মাহি আলী বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য বিভিন্ন প্রকারের ঋণ সেবা যেমন অভিবাসী ঋণ, পূনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পুনর্বাসন ঋণ, আত্মকর্মসংস্থানমূলক ঋণ, নারী অভিবাসী ঋণ, নারী পুনর্বাসন ঋণ, প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণ ঋণ, সঞ্চয়ী সেবা, সঞ্চয় প্রকল্প, বঙ্গবন্ধু সঞ্চয়ী স্কীম, বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কীম, বঙ্গবন্ধু শিক্ষা সঞ্চয়ী স্কীম ও বিবাহ সঞ্চয়ী স্কীম সম্পর্কে আলোচনা করেন।

প্রশ্ন উত্তর পর্বে সাংবাদিক ইয়াসমিন রিমা অভিবাসী ঋণ, পূনর্বাসন ঋণ সম্পর্কে জানতে চান এবং সাদিক হোসেন মামুন পিপিপি-২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে যান।

দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ভোগান্তি, প্রতারণা রোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

কুমিল্লার সাপ্তাহিক অভিবাদন-এর সম্পাদক  আবুল হাসানাত বাবুল কুমিল্লায় অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে এত সুন্দর একটি সভা আয়োজন করার জন্য আইসিএমপিডি এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের স্বচ্ছ সেবা কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন।

কুমিল্লা প্রেস ক্লাব-এর সদ্য নির্বাচিত সভাপতি মোঃ লুৎফুর রহমান ‘পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য আইসিএমপিডি-কে ধন্যবাদ জানান।

কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতা বিষয়ক জেলা পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী কমিশনার তাসলিমুন নেছা এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামছুজ্জামান ও লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এবং সঞ্চালক ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাছিয়া খাতুন।

বিদেশ ফেরত অভিবাসীদের পূণরেকত্রীকরণ প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের লক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আর্থিক সহায়তায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘ফেরত আসা অভিবাসীদের ঋণ মধ্যস্থতা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্প’টি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন বিদেশ ফেরত অভিবাসী কর্মী এবং মাঠ পর্যায়ে অভিবাসন নিয়ে কাজ করে এমন স্টেকহোল্ডারবৃন্দ।

‘ফেরত আসা অভিবাসীদের ঋণ মধ্যস্থতা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্প’টির পরিচালক জহুরুল ইসলাম জুয়েল প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন। কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামছুজ্জামান প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে নিয়ম মেনে বিদেশ যাওয়ার গুরুত্ব আলোচনা করেন। লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

প্রধান অতিথি তাসলিমুন নেছা অভিবাসীদের দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। তিনি বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতার ব্যাপারে সার্বিক সহযোগিতা দেবার আশ্বাস দেন। এছাড়াও বক্তব্য রাখেন অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ গোলাম মোস্তফা ও মোঃ ফাহিম ফেরদৌস, জিসিএম কমিটির সহ-সভাপতি মাহমুদা আক্তার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার।

স্বাগত এবং সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে তার দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।