স্টাফ রিপোর্টারঃ
মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক সর্বোচ্চ মৃত্যু হয়েছে আরও ৫৩ জনের। এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬২ জন। এ নিয়ে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৪৮১ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে আরও ২ হাজার ২৩৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৩৬ হাজার ২৬৪ জন।
মঙ্গলবার (১৬ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
২৪ ঘন্টায় ৬১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি।