স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জেলাজুড়ে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৭৬ জনের। এছাড়াও আজ মৃত্যু হয়েছে ৯ জনের।
জেলায় আজ মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ১ জন, আদর্শ সদরের ১ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, লালমাইয়ের ১ জন, বরুড়ার ২ জন ও মুরাদনগরের ৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ১৪৬ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরে ২৯ জন, সদর দক্ষিণে ৭ জন, বুড়িচংয়ে ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, চান্দিনায় ২০ জন, চৌদ্দগ্রামে ৪৩ জন, দেবিদ্বারে ১৫ জন, দাউদকান্দিতে ৫ জন, লাকসামে ৪৩ জন, লালমাইয়ে ৩ জন, নাঙ্গলকোটে ২৭ জন, বরুড়ায় ৩৬ জন, মনোহরগঞ্জে ২২ জন, মুরাদনগরে ২০ জন, মেঘনায় ৪ জন, তিতাসে ১৩ জন ও হোমনায় ১৬ জন।
এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৭১ জনে। মোট মৃত্যু হয়েছে ৫৮০ জনের।
এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন আরও ৯৫ জন।এ নিয়ে জেলায় সুস্থ্য ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮৫২ জনে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।