Tag Archives: নভেম্বরের মাঝামাঝি

নভেম্বরের মাঝামাঝি নামবে শীত

নভেম্বরের মাঝামাঝি নামবে শীত, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ

নভেম্বরের মাঝামাঝি নামবে শীত, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে পারে এবং ডিসেম্বর ও জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ নভেম্বর) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে ৮-১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তীব্র শৈত্যপ্রবাহ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুর দিকে দেখা দিতে পারে।

শীত কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে সকালের দিকে উত্তরবঙ্গের মানুষ কিছুটা শীত অনুভব করছেন। তবে এই মাসের ১৫ তারিখের পর দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, নভেম্বর মাসে প্রায়ই লঘুচাপ সৃষ্টি হয় এবং এ মাসে ঘূর্ণিঝড়ও হতে পারে। ডিসেম্বরেও লঘুচাপ সৃষ্টি হতে পারে, তবে তখন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে দেশে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দিনে ও রাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।