বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বই পরিচিতি: বইমেলায় লে.কর্ণেল নাজমুল হুদা খানের “করোনাকালের কথকতা”

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব অতিমারির ইতিহাসে করোনা অন্যতম স্থান দখল করে থাকবে তাতে সন্দেহের অবকাশ নেই। লেখক করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কর্মক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখার সুযোগ তথা, করোনাকালে কুমিল্লা ও কুর্মিটোলার কর্মক্ষেত্রে কোভিড-১৯ বিষয়ক জনসচেতনতা গড়ে তোলা, প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতকরণ, প্রশিক্ষন ও চিকিৎসা সেবা প্রদানে সামনের কাতারে ছিলেন ।

পাশাপাশি এ বিষয়ে তথ্য উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশের মাধ্যমে জনসাধারণকে সম্যক ধারনা দেয়ার প্রয়াস চালিয়েছেন; সমসাময়িক ভাবনা নিয়ে কিছু কাব্য চর্চ্চাও ছিল সংগী। করোনা যুদ্ধটি স্মরণীয় করে রাখা, কিংবা এর অভিজ্ঞতা কাজে লাগানো এবং অনাগত কোন মহামারি রুখে দেয়ার প্রচেষ্টাই “করোনাকালের কথকতা”।

আর পড়তে পারেন