বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকাশিত হলো লেখক আখতার উজ্জামান সুমনের সচিত্র ইতিহাস বিষয়ক গ্রন্থ “একটি মানচিত্রের রক্ত”।

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার।।

মহান বিজয়ের মাসে গ্রন্থটির প্রকাশনা কার্যক্রম সফলভাবে সম্পাদন হয়। বাংলার প্রকাশন এর ব্যানারে গ্রন্থটি প্রকাশ করেন প্রকাশক আহসান আল আজাদ। বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশিত হওয়ায় গ্রন্থটির প্রকাশনায় একটু বাড়তি তাৎপর্য বহন করেছে। চেতনা মানুষকে সৃজনশীল কর্ম সম্পাদনে উদ্বোধিত করে। আবার জোর করে কেউ চেতনাকে জাগ্রত করতে পারেনি। চেতনা মানুষের মাঝে অসাড়ে জন্ম নেয়। বইয়ের ভূমিকায় লেখক বলেছেন, রাজনীতির নির্মম পরিহাসের কারণে বাংলাদেশের মানচিত্রের ইতিহাস সম্পর্কে লেখকের সমসাময়িক প্রজন্মের অনেকেই হয়তো তাঁর মতো সংকীর্ণ জ্ঞান প্রাপ্তিতে শৈশব কৈশোর পাড়ি দিয়েছে। এরূপ সংকীর্ণতায় যেন তাঁর সন্তানদের পড়তে না হয়; সেই চেতনা বোধ থেকে তাঁর সন্তান, বর্তমান ও পরবর্তী প্রজন্মকে স্বাধীন বাংলাদেশের জন্মভ্রুণের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস করেছেন “একটি মানচিত্রের রক্ত” এর মাধ্যমে।

গ্রন্থে আলোচ্য সূচীঃ
– বাংলায় ইংরেজ আধিপত্যের গোড়াপত্তন।
– ভারত-পাকিস্তান ভাগ ও এর নেপথ্য।
– ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদ।
– বাঙালি জাতীয়তাবাদ রাজনীতির উন্মেষ, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, আইয়ুব খান সৈরশাসনামল ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
– ১৯৭০ সালের নির্বাচন ও নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।
– অপারেশন সার্চ লাইট ও স্বাধীনতা ঘোষনা।
– মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী মুজিবনগর সরকার।
– মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।
– বাংলায় পাকিস্তানি দোসর।
– মুক্তিযুদ্ধের জুলাই-আগস্ট মাস, অপারেশন জ্যাকপট ও টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী।
– ভারতে শরণার্থী-১৯৭১, বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ।
– অক্টোবরের মুক্তিযুদ্ধ, শিশু-কিশোর ও নারীদের মুক্তিযুদ্ধ।
– মুক্তিযুদ্ধের নভেম্বর-ডিসেম্বর মাস, ভারত-পাকিস্তান যুদ্ধ ঘোষণা ও সোভিয়েত ইউনিয়নের কার্যকরী ভূমিকা।
– বুদ্ধিজীবী হত্যা।
– মুক্তি ও মিত্রবাহিনীর জয়লাভ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির স্বাধীনতা অর্জন।
– প্রত্যাবর্তন ও বীরত্বসূচক পদক।

আর পড়তে পারেন