বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: ১৬ই ডিসেম্বর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২০
news-image

 

মোহাম্মদ রিদওয়ান:

বাংলাদেশে পাক-শাসনের আমল যেদিন বিনাশ ঘটে
সেই দিনকে আজকে সবাই বিজয় দিবস বলে,
বিজয় অর্জন করা কিন্তু অনেক কঠিন; সহজ কথা নয়
মুক্তির সেনারা বিজয় আনে দূর করে সব ভয়।

লাল সবুজের পতাকাটা উড়ছে আকাশে মুক্ত
আনতে সেটা বীর সেনারা দিয়েছিল অনেকে রক্ত,
বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায় না মোটে
তাদের ত্যাগে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে।

বিজয় তুমি বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশ
বিজয় তুমি ছিনিয়ে এনেছ আমার এই বাংলাদেশ
বিজয় দিবস রক্তে ধোয়া বীর শহীদের স্মৃতি
রাখবো মোরা তাদেরকে অমর করে রাখবো হৃদয়ে
বিজয় মাখা ফুলে, বিজয় পাতায় সবুজ শিশির ঘাসে
বছর ঘুরে এ দিন যেন বার বার আসে।

আর পড়তে পারেন