Tag Archives: নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত অর্ধশতাধিক!

নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বসতঘর পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্র জানায়, আগুনে ওই গ্রামের সাহাব উদ্দিন, ছালাহউদ্দিন, টুকু ও নেছার উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়েছে। ঘরে থাকা সব মালামাল স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র কাপড় ও নগদ টাকা পুড়ে যায়। এতে চার পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল জানান, শনিবার দুপুরে রান্না করছিলেন টুকুর স্ত্রী পান্না বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত অর্ধশতাধিক!

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনন্ত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩৮ জনকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষজন ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেতলে গেছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন রোগীকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার করা হয়েছে। তিনজন সেখানে চিকিৎসা নিচ্ছেন।