শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বসতঘর পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্র জানায়, আগুনে ওই গ্রামের সাহাব উদ্দিন, ছালাহউদ্দিন, টুকু ও নেছার উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়েছে। ঘরে থাকা সব মালামাল স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র কাপড় ও নগদ টাকা পুড়ে যায়। এতে চার পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল জানান, শনিবার দুপুরে রান্না করছিলেন টুকুর স্ত্রী পান্না বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আর পড়তে পারেন