রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবাধিকার কর্মী, সুশীল ও বিরোধী নেতাদের হয়রানি বন্ধের আহ্বান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং মানবাধিকার সংগঠন অধিকারের দুই কর্মকর্তাসহ মানবাধিকার কর্মী, সুশীল সমাজের সদস্য এবং বিরোধী দলের নেতাকর্মীদের ক্রমাগত বিচারিক হয়রানির ঘটনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি একাডেমিক ও পেশাজীবীরা বিবৃতি দিয়েছেন।

তারা বিবৃতিতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন এবং বর্তমান সরকারকে উল্লিখিত ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান। ৩৯ জন একাডেমিশিয়ান ও পেশাজীবীর দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চার এবং ইন্সট্রাক্টর আবু তাইয়িব আহমেদ।

বিবৃতিতে বলা হয়- এক দশক আগে অধিকারের একটি অনুসন্ধানী প্রতিবেদনের জের ধরে আদিলুর রহমান খান এবং নাসিরুদ্দিন এলানকে সাজা দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের দুই বছরের কারাদণ্ড দেওয়ার আদালতের সিদ্ধান্তটি এক দশকেরও বেশি সময় ধরে চলা হয়রানির চূড়ান্ত পরিণতি। যার সম্মুখীন হচ্ছেন অধিকার এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ। নোবেল বিজয়ী ড. ইউনূসও অসংখ্য অভিযোগ ও হয়রানির সম্মুখীন হয়েছেন, যা অ্যাটর্নি জেনারেলের অফিসে কর্মরত একজন হুইসেল ব্লোয়ার হিসেবে প্রকাশ করেছেন।

বিবৃতিতে একাডেমিশিয়ান ও পেশাজীবীরা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর সমর্থক, সদস্য এবং নেতাদের চলমান আইনি হয়রানির কারণেও উদ্বেগ প্রকাশ করছি, যা জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি এ সময়ে বেশ গতিশীল হয়েছে। আমরা বিশ্বাস করি যে, বিরোধীদল এবং সুশীল সমাজের সদস্যদের আইনি হয়রানি যেভাবে সর্বজনীনভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘন করে, একইসঙ্গে বাংলাদেশের নিজস্ব সাংবিধানিক সুরক্ষারও লঙ্ঘন। আমরা দাবি করছি যে, সরকার তার সমালোচকদের নীরব করার জন্য বিচার বিভাগকে হাতিয়ার করা থেকে বিরত থাকবে এবং বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে, যেমনটি দাবি করে সংবিধান।

বিবৃতিতে স্বাক্ষরকারী একাডেমিশিয়ান ও পেশাজীবীরা হলেন- ড. হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, কাতার; সুলতান মোহাম্মদ জাকারিয়া, ফর্মার কান্ট্রি স্পেশালিস্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পাকিস্তান ও বাংলাদেশ; ড. মো. নাজমুল ইসলাম, জর্জ মেসন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র; আব্দুল আজিজ, লেকচারার, মোনাশ ইউনিভার্সিটি, মালয়েশিয়া; ড. জামাল উদ্দিন, লেকচারার, কর্নেল ইউনিভার্সিটি, ইথাকা, নিইউয়র্ক; ড. মোহাম্মদ আল-আমিন, পোস্টডক্টরাল ফেলো, ইউনিভার্সিটি অফ কলোরাডো, ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র; ড. মোহাম্মদ আহসানুল হক, আরহুস ইউনিভার্সিটি, ডেনমার্ক; ড. ফাহাম আবদুস সালাম, লেখক ও অ্যাকটিভিস্ট; শাফকাত রাব্বি, কলামিস্ট এবং অ্যাডজান্ট ফ্যাকাল্টি, কলেজ অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ডালাস, টি এক্স; জিয়া হাসান, গবেষক, জার্মান ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়; এস. আরেফিন, পিএইচডি ফেলো, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র; মোহাম্মদ আবদুর রকিব, পিএইচডি ফেলো, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিন, মার্কিন যুক্তরাষ্ট্র; সিব্বির আহমদ, পিএইচডি গবেষক, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র; রাসেল মোহাম্মদ, গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী, জাপান; রাহনুমা সিদ্দিকা, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা চ্যাম্পেইন, ইউএসএ; আবু তাইয়িব আহমেদ, পিএইচডি গবেষক এবং রেকর্ড ইন্সট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি; তানজিলুর রহমান, পিএইচডি গবেষক, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র; এম শহীদ, পারডু ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র; মো. কামরুল ইসলাম, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র; মিজানুর রহমান, পিএইচডি গবেষক, পলিটেকনিকো ডি তোরিনো, ইতালি; মো. সাইফুল ইসলাম, পিএইচডি গবেষক, আঙ্কারা বিশ্ববিদ্যালয়, তুরস্ক; মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী, গবেষক, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র; মো. মুস্তাফিজুর রহমান, পোস্ট গ্রাজুয়েট গবেষক, আঙ্কারা হাচি বায়রাম ভেলি বিশ্ববিদ্যালয়, তুরস্ক; মুহাম্মদ মুস্তাফিজ, পোস্ট গ্রাজুয়েট গবেষক, মারমারা বিশ্ববিদ্যালয়, ইস্তাম্বুল, তুরস্ক; মো. শহিদুল ইসলাম, পিএইচডি গবেষক, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র; শাহজাহান শুভ, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব আলাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র; মো. খাদিমুল ইসলাম, পিএইচডি গবেষক, ওয়েন স্টেট ইউনিভার্সিটি, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র; কাজী মেহেদী হাসান, পিএইচডি গবেষক ও গবেষণা সহকারী, সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়, কার্বনডেল, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র; জাবের উবেদ, শেভেনিং স্কলার এবং গ্রাজুয়েট স্টুডেন্ট, ইউসিএল, যুক্তরাজ্য; নওশীন শর্মিলা রিতু, গবেষণা সহকারী এবং এমএসসি গ্র্যাজুয়েট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য; মুহাম্মদ তালহা, গ্রাজুয়েট স্টুডেন্ট, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে; এমএইচ মাহমুদ, গ্রাজুয়েট স্টুডেন্ট, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা ডেনমার্ক; শামসুল ইসলাম চৌধুরী, গ্রাজুয়েট স্টুডেন্ট, আলবার্গ বিশ্ববিদ্যালয়; কাজী জহিরুল ইসলাম, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, মেরসিন বিশ্ববিদ্যালয়, তুরস্ক; এম ফাহিম, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, লিডস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য; আব্দুল মুহাইমিন, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বিলকেন্ট বিশ্ববিদ্যালয়, তুরস্ক; ইখতিয়ারুল আরেফীন, ইরামুস স্কলার, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি, অস্ট্রিয়া; মো. আশরাফ, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ইয়েল ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জুনাইদ আলমামুন, ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র।

আর পড়তে পারেন