শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বইপোকাদের আড্ডায় প্রাণবন্ত কুমিল্লা নজরুল ইনস্টিটিউট

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

উপমহাদেশের  প্রাচীণ শহর, শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতির পাদপিঠ কুমিল্লাকে বইমুখী করে তুলতে বইয়ের গল্প এবং স্বপ্ন নিয়ে আলোচনায় মত্ত ছিলেন কুমিল্লার বইপোকা সংগঠনের সদস্যবৃন্দ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নজরুল ইনস্টিটিউটের  মুক্তমঞ্চ এ কুমিল্লার বইপোকার (কুমিল্লার বইপোকাদের নিয়ে সংগঠন) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ শত জন উপস্থিত ছিলেন। তিন ঘন্টা ব্যাপি অনুষ্ঠানে পরিচিতি পর্ব থেকে শুরু করে কবিতা আবৃত্তি, কৌতুক, গান, মৌখিক কুইজ পর্ব ছিল। মৌখিক কুইজ পর্বে অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কোতয়ালীর এএসপি ইমরান হোসাইন তানভীর। এ সময় লেখক  নিসর্গ মিরাজ ও সীমান্ত আকরাম উপস্থিত ছিলেন।

এ আড্ডার আয়োজনে ছিলেন ফখরুল ইসলাম, মাসুদ খান, তারেক উল হাসান, ইমাম হাসান, ডেইজি নূর, মারুফ আহমেদ, রেজাউল ইসলাম, তামান্না জাহান তন্নী, ইরফান তানভীর, তুহিন মাজহার (এডমিন প্যানেল, কুমিল্লার বইপোকা)  এএসপি ইমরান হোসাইন।