কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে আব্দুল মালেক মনোনয়নপত্র জমা দেন। কোন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হওয়ার পথে রয়েছেন ।
১ নং ওয়ার্ডে ৬ জন,২ নং ওয়ার্ডে ১০ জন, ৩ নং ওয়ার্ডে-৮ জন,৪ নং ওয়ার্ডে-৭জন,৫ নং ওয়ার্ডে-৫জন,৬ নং ওয়ার্ডে-৮জন,৭ নং ওয়ার্ডে ৪ জন,৮নং ওয়ার্ডে-৬জন, ৯ নং ওয়ার্ডে-৬জন,সংরক্ষিত মহিলা ১-২-৩ ওয়ার্ডে-২জন, ৪-৫-৬ ওয়ার্ডে -৫জন, ৭-৮-৯ ওয়ার্ডে-৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
কাউন্সিলর পদে নিজাম উদ্দিন মজুমদার,জামাল হোসেন সোহাগ,রুবেল হোসেন,রুখসানা আক্তার,মোঃ হানিফ,আলা উদ্দিন,মীর হোসেন,জাহাঙ্গীর আলম,সহ ৭১ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ৬০-জন,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন,মোট ৭১ জন কাউন্সিলর প্রার্থী।
শুক্রবার যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে,২৪ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হয়। ২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম বলেন,মেয়র পদে আব্দুল মালেক একমাত্র প্রার্থী আগামীকাল যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।