Tag Archives: নাঙ্গলকোটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নাঙ্গলকোটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে ভারতীয় মদসহ রবিউল ইসলাম রবু  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া রবিউল ইসলাম রবু (৪০) ওই গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গান্ধাছি গ্রামে অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজা, ২৪ বোতল বিয়ার, ১৭ বোতল ফেনসিডিল ও ১১ বোতল ভারতীয় মদ জব্দসহ রবিউলকে আটক করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, রবিউলের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।