স্টাফ রিপোর্টারঃ
নানা আয়োজনে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদিন বাহারের জন্মদিন পালন করলেন কুমিল্লা মহানগর কৃষকলীগ।
এ উপলক্ষে বুধবার বিকেলে নগরীর দৈয়ারা মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলমের বাসভবনে কেককাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
কুমিল্লা মহানগর কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সংরাইশ শিশু পরিবার (বালিকা) এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাঈফ উদ্দিন রনী, মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হালিম, ২২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী ফারুক আহম্মেদ, মহানগর যুবলীগ নেতা সালেহ আহম্মেদ রাসেল, কৃষকলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আলমঙ্গীর কবির, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, যুবলীগ নেতা মনির শেখ, জামাল খায়ের মজুমদার, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, মনজুরুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন রাজু, মোঃ শাকিব, আরহাম ফারুকী আবিরসহ আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেক কাটা আলোচনা সভা দোয়া ও মিলাদ শেষে প্রায় শতাধিক অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা করেন কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদিন বাহারের শুভ জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম বলেন, কুমিল্লার উন্নয়নের রুপকার হাজী আকম বাহাউদ্দিন বাহার। তিনি সুস্থ থাকলে ভাল থাকলে কুমিল্লা ভাল থাকবে। মহান সৃষ্টিকর্তার নিকট সবসময় ওনার সুস্থতার জন্য দোয়া করি। কুমিল্লাবাসীও দোয়া করে। আমাদের অভিভাবক ভাল থাকলে আমরা ভাল থাকবো। তিনি সবসময় কুমিল্লাবাসীর জন্য জীবনের এই দীর্ঘ সময় ব্যায় করেছেন। আল্লাহ ওনাকে দীর্ঘজীবি করুক মানুষের কল্যানে কাজ করার জন্য।