নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: কুমিল্লায় সিইসি
নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সিইসি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটার তালিকা হালনাগাদের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লার সার্কিট হাউসে পৌঁছান।
মতবিনিময় সভা শেষে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন। বুধবার তিনি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।