কে রাজনীতি করবে আর কে করবে না, তা জনগণই নির্ধারণ করবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না, তা জনগণই নির্ধারণ করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।
বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচীতে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা ও লুটপাট করেছে, তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনা হবে এবং শাস্তি প্রদান করা হবে। একইসাথে তিনি বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আশা প্রকাশ করেন, একদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিষ্কার হয়ে একটি অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছিল। সেই সময় তাকে একটি ছোট, অস্বাস্থ্যকর কক্ষে থাকতে হয়েছিল। জেলে থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন।
ফখরুল বলেন, খালেদা জিয়া ছয়টি বছর জেলে কাটালেও কখনো মাথা নত করেননি। বর্তমানে তিনি খুবই অসুস্থ। দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও তিনি জানান।