কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই নদীর বেড়িবাঁধ ভেঙে চরম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঢলের পানিতে ফসলি জমি, রাস্তাঘাট, এবং বাড়িঘর ডুবে গেছে। বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। ফলে ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি এক ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, এবং এর ফলে উপজেলায় ডিঙি নৌকা তৈরির হিড়িক পড়েছে।
শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগররা নানান আকারের ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ আলকাতরা মাখাচ্ছেন, কেউ কাঠ কেটে জোড়া লাগাচ্ছেন। সব মিলিয়ে তাদের জন্য দম ফেলার সময় নেই।
প্রয়োজনে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন। অনেকে অগ্রিম বায়না দিচ্ছেন। দাম বেশি হলেও বিপদের সময় নৌকা পেতে পারাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় নৌকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
জানা গেছে, একসময় এই উপজেলায় নৌকার প্রচুর কদর ছিল। তবে গত তিন দশকের রাস্তাঘাটের উন্নয়নের ফলে নৌকার চাহিদা কমে যায়। বর্তমানে গোমতী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায়, দীর্ঘদিন পর আবারও নৌকার চাহিদা বেড়েছে। তাই কারিগররা নতুন উদ্যমে নৌকা তৈরিতে মনোনিবেশ করেছেন, এবং ক্রেতারাও নৌকা কিনতে ভিড় করছেন।
নৌকা তৈরির এক কারিগর জানান, সারা বছর কাঠমিস্ত্রির কাজ করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করি। এ উপজেলায় নৌকার তেমন চাহিদা নেই। তাই পুরো বছরে বর্ষা মৌসুমে দু-চারটা নৌকা তৈরি করি। তবে এ বছর দেশের বিভিন্ন এলাকার মতো ব্রাহ্মণপাড়াও বন্যাকবলিত হওয়ায় হঠাৎ করে নৌকার চাহিদা তৈরি হয়েছে। তাই আমরা কারিগররা এখন সব কাজ ফেলে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছি।
নৌকা কিনতে আসা আবদুল হান্নান জানায়, আমাদের কখনো নৌকার প্রয়োজন পড়েনি। তবে এ বছর সালদা নদী ও গোমতী নদীর বেড়িবাঁধ ভাঙনে আমাদের এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। অন্যান্য এলাকাও প্লাবিত হচ্ছে। রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে গেছে। চলাচলের জন্য এখন নৌকাই ভরসা। তাই নৌকা কিনতে এসেছি। দাম একটু বেশি, তাও নৌকা পাওয়া যাচ্ছে এটাই শুকরিয়া।