ব্রাহ্মণপাড়ায় বিষ পানে একজনের আত্মহত্যা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে বিলকিছ আক্তার প্রকাশ নাছিমা (৪১) নামে এক নারী বিষ পান করে আত্মহত্যা করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়। বিলকিছ আক্তার মানুষিক প্রতিবন্ধি ছিলেন। সে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মৃত ওয়াছেক এর মেয়ে।
জানা যায়, ২৩ সেপ্টেম্বর ভোর ৫ টার সময় বিলকিস আক্তার বসতবাড়ির উঠানে কীটনাশক ঔষধ (বিষ) পান করে ছটফট করতে থাকে। বাড়ির লোকজন দেখতে পেয়ে দ্রুত সিএনজি যুগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যাওয়ার পথে বুড়িচং বাজারে আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করে।
পরে বাড়িতে লাশ নিয়ে এসে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে কর্তব্যরত পুলিশ গঠনাস্থলে গিয়ে বিলকিস আক্তারের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরেনসিক মেডিসিন বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বিলকিস আক্তারের ভাই বিলাল হোসেন ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করে।