আনোয়ারুল ইসলামঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে সিআইজি কৃষক সমবায় সমিতির প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার সকালে কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহবুবুল হাসান।
উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার মোহাম্মদ হোসেন মিয়া, মো. তফাজ্জল হোসেন, আবুল হোসেন, দিদারুল ইসলাম, আলী আকবর, জাহাঙ্গীর আলম, শামীমুল ইসলাম, রেহান উদ্দিন, আলমগীর হোসেনসহ কৃষি সম্প্রসারণ অফিসের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) এর আওতায় ৩৫ জন কৃষক ও কৃষানীর মাঝে বিনামূল্যে সার, ফেরোমন ফাঁদ, প্রদর্শনী সাইনবোর্ড ও আন্তপরিচর্যার জন্য কিটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।