শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্দেশনা অমান্য করায় কুমিল্লা নগরীর কয়েকটি কোচিং সেন্টারে তালা দিলেন ভ্রাম্যমান আদালত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০১৯
news-image

শাহ ইমরানঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লা নগরীর ঝাউতলা,রাণীর বাজার এলাকায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শনিবার ( ৭ ডিসেম্বর ) সকাল ১০টায় নগরীর ঝাউতলা এলাকার আনন্দ ধারা কোচিং সেন্টার এবং রাণীর বাজা এলাকার গঙ্গা কোচিং সেন্টার ও জিনিয়াস কোচিং সেন্টার এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে কোচিং সেন্টার গুলোতে তালা দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল  ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান,বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা চলছে । এর জন্য ১লা ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পযর্ন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে । নির্দেশনা অমান্য করায় কিছু কোচিং সেন্টার ৩০ ডিসেম্বর পযর্ন্ত বন্ধ করে দেওয়া হয়েছে । নিদিষ্ট সময়ের আগে খোলা হলে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন