স্টাফ রিপোর্টার:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের “বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসায় ” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম,এ জাহের এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো : রাসেল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা শাখা যুবলীগের সদস্য রাশেদুল ইসলাম আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক (আমেরিকা প্রবাসী)আলহাজ্ব মো : ইউনুস খান, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাও : আব্দুল মালেক প্রমুখ।