স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নাজমা বেগম (৩৫) একসাথে তিন সন্তানের জন্ম দেন। এর মধ্যে ২ জন মেয়ে ও একজন ছেলে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা নাভানা বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানদের জন্ম হয়।
নাজমা বেগম উপজেলার ছলিমাবাদ ইউপির ভুরভুরিয়া গ্রামের পশ্চিম পাড়া তোফায়েল আহমেদের (৪০) স্ত্রী।
সিজারের তত্ত্বাবধানে থাকা চিকিৎসক পারভিন মজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মা ও বাচ্চারা সুস্থ আছে।
স্বামী তোফায়েল আহমেদ জানান, স্ত্রী নাজমা বেগম এ নিয়ে চতুর্থবার গর্ভবতী হয়েছেন। একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় এলাকায় খুশির বন্যা বইছে।
প্রতিবেশী আরিফুল ইসলাম মাসুম বলেন, আমি আজ নিজ দায়িত্বে তাদের কুমিল্লায় নিয়ে যাই এবং আল্লাহর রহমতে সিজারের মাধ্যমে প্রসব করানোর ব্যবস্থা করি। তবে অসহায় পরিবার কিভাবে শিশুগুলোকে লালন-পালন করবেন তা নিয়ে চিন্তিত।আপনারা আমাদের পাশে থাকবেন এইটাই কাম্য।