ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিজয়নগর উপজেলার বুধুন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া খাটীহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রুবেল মিয়া (৩০) সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা। আহতদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকাগামী দিগন্ত পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। র্দুঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার র্সাভিস ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।