Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আ’লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আ’লীগ নেতা আটক

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুই হাজার ২৩৫ পিস ইয়াবাসহ আব্দুল কাদের মোল্লা (৭০) নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মে) দুপুরে এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।

আব্দুল কাদের মোল্লা আখাউড়া পৌর এলাকার দেব গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ওই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্ট ফোর্স। এসময় আব্দুল কাদের মোল্লার ঘর থেকে দুই হাজার ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। টের পেয়ে তার ছেলে সোহাগ মোল্লা পালিয়ে গেলেও তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম নিয়মিত মামলার জন্য নির্দেশ দেন।