আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের এক গ্রামে ইউক্রেনের বাহিনীর গোলাবর্ষণে অন্তত দুই জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর এ দাবি করেছেন। রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আজ রোববার ব্রায়ানস্কের গভর্নর অ্যালেকজান্ডার বোগোমাজ বলেছেন, সুজেমকা গ্রামে গোলাবর্ষণ চালানো হয়েছে। এটি দুই দেশের সীমান্তের পূর্ব দিকে অবস্থান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে এসব তথ্য জানানো হয়।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে অ্যালেকজান্ডার বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার কারণে দুর্ভাগ্যবশত দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী হামলায় একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে, এ ছাড়া আরও দুইটি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে জানান বোগোমাজ।
বোগোমাজ বলেন, জরুরি পরিষেবার র্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে ইউক্রেন এ হামলা চালিয়েছে কি না-সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এর আগে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা গতকাল শনিবার স্থানীয় মিডিয়ায় বলেন, ৪০ হাজার টনের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন ১০ টি জ্বালানি ট্যাংকার ধ্বংস করা হয়েছে। গতকাল বিবিসি জানায়, রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে।