Tag Archives: ভারতের সঙ্গে অতীতের

ভারতের সঙ্গে অতীতের

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে অতীতের নীরবতা ও নিষ্ক্রিয়তার সময় শেষ হয়ে গেছে। নদীর পানি এখন শুধু রাজনীতির বিষয় নয়, এটি কূটনীতি এবং অর্থনীতির সঙ্গেও জড়িত।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুরে মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষির মাধ্যমে যদি আমাদের পক্ষে কোনো চুক্তি করা সম্ভব হয়, তাহলে তাতে স্বাক্ষর করতে আমরা প্রস্তুত। অন্য দেশ কী করছে সেটি দেখার বিষয় নয়। তিস্তা চুক্তির খসড়া তৈরি হওয়ার পরও ভারত সেটিতে স্বাক্ষর করেনি।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করার ক্ষমতা আমাদের আছে, যা আমাদের পূর্ববর্তী সরকার করতে পারেনি।

এ সময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।