Tag Archives: ভোগান্তি চরমে

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ফোর লেনের কাজের ধীরগতি, ভোগান্তি চরমে

 

অনলাইন ডেস্কঃ

 

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। ৫৯ কিলোমিটারের মধ্যে প্রায় ৯০ ভাগ সড়কে গর্ত, খানাখন্দ এবং ধুলাবালির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এছাড়া মহাসড়কে ফোর লেনের কাজের ধীরগতি এবং বর্ধিতকরণের কাজে ভোগান্তি আরও বেড়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হলেও সড়কের পাশে বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি থাকায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে। এ কারণে প্রকল্প বাস্তবায়নের কাজ ধীরগতিতে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মহাসড়কে ফোর লেনের কাজের ধীরগতিতে সবাই ক্ষুব্ধ। স্বয়ং অর্থমন্ত্রীও ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন। গত (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘মহাসড়কের আয়ুষ্কাল: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘রাস্তার খারাপ অবস্থার কারণে নিজের এলাকায় যেতে লজ্জা লাগে। সড়কের বেহাল অবস্থার জন্য লজ্জায় গাড়ির গ্লাস তুলে রাখতে হয়, নামানো যায় না। দ্রুতও যাওয়া যায় না, রাস্তা খারাপ। মানুষ গালমন্দ করে।’

অন্যদিকে (২৩ ডিসেম্বর) সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্মাণ কাজে ধুলা ওড়াটাই স্বাভাবিক। আমি উনাকে (অর্থমন্ত্রী) বলেছি। ওই রাস্তাটি (কুমিল্লা-নোয়াখালী) ফোর লেন করা হচ্ছে। কনস্ট্রাকশন ওয়ার্কে তো ধুলোবালি উড়বেই, এটাই বাস্তবতা। উনি (অর্থমন্ত্রী) তো ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ভালোভাবেই যাচ্ছেন।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার দুই কিলোমিটার সড়কে ৫ মাস ধরে চার লেনের কাজ হচ্ছে। দুই লেনের কাজ কিছুটা শেষ হলেও বাকি আছে আরও দুই লেনের কাজ। এখনও বিদ্যুতের খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। বর্ধিতকরণের কাজও বাকি আছে।  সড়ক উন্নয়নের কাজ ধীরগতিতে হওয়ার কারণে প্রতিদিন লাখ লাখ মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা জানায়, প্রকল্প শুরুর এক বছর পর লাকসাম থেকে লালমাই পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকার টেন্ডার হয় গত নভেম্বর মাসে। এখন টেন্ডার ওপেন হবে। লাকসাম দৌলতগঞ্জ বাজার বাইপাস ও লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকার বাইপাসের জমি এখনও অধিগ্রহণ বাকি আছে। এই দুই বাজারেই বেশি যানজট সৃষ্টি হয়।

 

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার ফোর লেন উন্নীতকরণের কাজ চলছে। কাজ শেষ হলে দেশের দক্ষিণাঞ্চলের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলাসহ সারা দেশের মানুষ উপকৃত হবে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া কাজ ২০২০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ১৭০ কোটি টাকা।

এই রুটে চলাচলকারী উপকূল বাস সার্ভিসের পরিচালক অধ্যাপক কবির আহমেদ ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন জানান, এই সড়কের গর্ত, খানাখন্দ এবং ভাঙা রাস্তার কারণে প্রতিদিন গাড়ি নষ্ট হয়। যা আয় করি তা গাড়ি মেরামতেই চলে যায়।

 

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, ‘৫৯ কিলোমিটার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চার লেনের কাজ চলছে। খাল, বিল, গর্ত ভর্তি করা ও সড়কের পাশের বিদ্যুতের খুঁটি সরানোসহ বর্ধিতকরণের কাজ নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। সড়কের অনেক অংশের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এছাড়া বাকি থাকা প্রকল্পের ১৭ কিলোমিটার এলাকার টেন্ডার চলতি সপ্তাহে ওপেন করা হবে। ভূমি অধিগ্রহণ করে আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবো।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট স্থায়ী না হলেও গাড়ির গতি কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।

এদিকে রাতের ভোগান্তির পর বুধবার ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে অন্তত ৬/৭ কিলোমিটার এবং মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম জানান, যানজট স্থায়ী হচ্ছে না। গোমতী ও মেঘনা সেতু এলাকায় টোল আদায় ও বিকল্প সেতু নির্মাণের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতি সেতু থেকে কাচঁপুর পর্যন্ত অচলাবস্থা,ভোগান্তি চরমে

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
টোলপ্লাজার হয়রানি, কৃত্রিম যানজট সৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
চারলেনের সুবিধা থেকে বঞ্চিত মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রীরা।
প্রতিদিনের ভোগান্তির শেষ নেই। ঈদের পর যানজট কিছুটা হ্রাস পেলেও বিগত
৪/৫ দিন ধরে মহাসড়ক মহাভোগান্তিতে পরিণত হয়েছে। সম্প্রতি সংস্কার কাজ
চলছে মহাসড়কের মেঘনা সেতু সংলগ্ন সড়কে। এখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।
আজ যোগ হয়েছে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের আন্দোলন। ফলে সকাল ৬ টায়
কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোও ৮/৯ ঘন্টা ধরে মদনপুরে আটকে আছে।
অনেকেই হতাশা হয়ে আবার কুমিল্লাই ফিরে আসছেন।

সোমবার বিকেল থেকে এই গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজট প্রকট আকার ধারণ করেছে।
কুমিল্লা থেকে ঢাকা যেতে কিংবা ফিরে আসতে সময় লাগছে কমপক্ষে ৭/৮ ঘন্টা।
সেই চিত্র আরো প্রকট আকার ধারণ করেছে বুধবার (১ আগষ্ট) ভোর থেকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর থেকে কাচঁপুর ব্রিজ পর্যন্ত
মহাসড়ক অচলাবস্থায় রয়েছে। এর প্রভাব কুমিল্লা অংশে না পড়লেও হয়তো বিকেলের
মধ্যে কুমিল্লা অংশেও যানজট শুরু হতে পারে।

স্থানীয় সূত্র জানান, বুধবার সকাল সাড়ে ৮ টায় থেকে যানবাহন ভাঙচুরের
প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকেরা
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
মহাসড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ঢাকায় ঢুকতে ও ঢাকা থেকে
বের হতে বাধা দেয়া শুরু করেন। এতে করে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন শ্রমিকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

মারধরের শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়
পরিবহন শ্রমিকেরা বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালান
এবং তাঁদের মারধর করেন। আমরা কি অপরাধ করেছি। এ হামলা কার স্বার্থে। আমরা
তো গাড়ি ভাংচুর করিনি। যা হবার ঢাকা হয়েছে। এখানে কেন মারধর করা হল ?
গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন
যাত্রীরা। কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান,
সকাল ৬ টায় কুমিল্লা থেকে ঢাকায় রওনা হয়েছিলাম। দুপুর আড়াইটায় মদনপুর
থেকে আবার কুমিল্লা ফিরে যাচ্ছি। ঢাকায় বাস ঢুকতে দেয়া হচ্ছে না। শ্রমিক
আন্দোলন , শিক্ষার্থীদের মারধর ও রাস্তা সংস্কার সব মিলিয়ে গাড়ি আটকে আছে
যানজটে। কুমিল্লায় ফিরছি পায়ে হেটে। সব যানবাহন থমকে আছে।

নারায়ণগঞ্জ এর প্লানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানজটে আটকে থাকা
ব্যবসায়ী মান্নান কবির ভূইয়া জানান, ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছি । কিন্তু
মহাসড়কে আটকে আছি ৯ ঘন্টা ধরে। অসহনীয় দুর্ভোগ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, শ্রমিকদের
নিরাপত্তার দাবিতে সকাল থেকে বাস পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
নিজেদের জীবনের নিরাপত্তা পেলে নিশ্চয়তা পেলে তবে তারা অবরোধ তুলে নেবেন।
তাঁদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় শতাধিক গাড়ি থাকলেও যানজট
নেই। গোমতি সেতুতে মোটামুটি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিকেলের মধ্যে
শ্রমিক আন্দোলন তুলে না নিলে কুমিল্লা অংশেও যানজট প্রকট আকার ধারণ করবে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ
জানান, কুমিল্লা অংশে যানজট নেই। তবে ভবেরচর থেকে যানজট প্রকট।