Tag Archives: মাদকাসক্ত

স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মামুন ভূঁইয়া (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন রাজাপুর গ্রামের মৃত বাচ্চু ভূঁইয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। সে সব সময় নেশাগ্রস্ত থাকত। এসব কারণে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা গেলে থাকত। সম্প্রতি মামুনের স্ত্রী বাবার বাড়ি চলে যান। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পারায় অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মামুন।

খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাদক না ছাড়ায় নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী

 

বিনোদন ডেস্কঃ

দেশের বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ।

সালসাবিল বলেন, তালাকের চিঠি আগেই পাঠিয়েছিলাম। তালাক কার্যকর হতে তিনমাস সময় লাগে। কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। নোবেল পরিবর্তন হবে- এমন আশায় সেটাকে স্থগিত রেখেছিলাম। আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর করেছি। আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাদ্ধ হলাম।

এদিকে এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার দুপুরে সালসাবিল মাহমুদ বলেন, আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা। যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি।

সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, `নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম লল” এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি।’

নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকের হাত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার প্রাক্তনকে আমি শুভকামনা জানাই। নোবেল কখনোই এতো অসুস্থ ছিল না। এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী। অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী।’

সবশেষে নোবেলের স্ত্রীর বলেন, আগের ক্রিমিনাল রেকর্ড আপনারা নিউজে দেখেছেন অথবা এখনো দেখেননি, কিন্তু নোবেলের আশে পাশে তাদের অবশ্যই দেখেছেন এবং দেখে থাকবেন। তাদের মধ্যে কিছু শো অরগানাইজারও রয়েছে। দরকার হলে নাম বলবেল বলে জানিয়েছেন পোস্টে।

বাংলাদেশের মাদকদ্রব্য ব্যবসায় তারা সচল এবং কিছু এয়ার হোস্টেসদের (একজন এয়ারহোস্টেস যে অন্য এয়ারহোস্টেসদের পরিচালনা করে এবং ডিস্ট্রিবিউশন সুবিধার্থে পরিচিত মুখ/ ভিক্টিম খুঁজে বের করে) মাধ্যমে এবং অন্যান্য পন্থায় তারা দেশে মাদক আমদানি করে এবং গোপনভাবে ডিস্ট্রিবিউশন করে যার একজন ভিক্টিম নোবেল নিজেই, আসলে শুধু ভিক্টিম বললে ভুল হবে এখন জড়িত। মিডিয়ার বিষয় তাই শুধু সামনে এসেছে কিন্তু এসব/এক ক্ষমতাধারী সিন্ডিকেটের ব্যবসার মুনাফাই আসে বিভিন্ন পরিবারের সন্তানদের ও যুবসমাজকে মাদকাসক্ত করিয়ে।

চৌদ্দগ্রামে তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় নিজের ঘর পুড়ল মাদকাসক্ত যুবক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথম স্ত্রী কর্তৃক তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে পরিবারের সদস্যদের মারধর ও নিজ ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত হোসেন মিয়া। আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়াসহ ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোসেন মিয়া ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

স্থানীয় লোকজন ধাওয়া করে মাদকাসক্ত হোসেন মিয়াকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রবাসী যুবলীগ নেতা মোঃ শাহ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে হোসেন মিয়া। এরই মধ্যে সে দুইটি বিয়ে করে স্ত্রীদের ঘরে রেখেছে। সম্প্রতি আবারও এক মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হোসেন মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মোবাইলে নতুন প্রেমিকাকে ঘরে দুই স্ত্রী থাকার কথা জানিয়ে দেয়। নতুন প্রেমিকা বিষয়টি হোসেন মিয়াকে জানালে সে ক্ষীপ্ত হয়ে প্রথম স্ত্রীকে শুক্রবার দুপুরে মারধর শুরু করে। প্রথম স্ত্রীর কান্নার আওয়াজ শুনে হোসেন মিয়ার পিতা জয়নাল আবেদীন তাকে বাধা দেয়। এক পর্যায়ে পিতা জয়নাল আবেদীনকেও মারধর করে। এতে ক্ষ্যান্ত হয়নি হোসেন মিয়া। মুহুর্তের মধ্যে সে নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পাশের মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিরা বের হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে হোসেন মিয়াকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় লোকজন।