Tag Archives: মায়ামি

মেসির জাদুকরীতে শেষ মুহূর্তে

মেসির জাদুকরীতে শেষ মুহূর্তে হার এড়ালো মায়ামি

মেসির জাদুকরীতে শেষ মুহূর্তে হার এড়ালো মায়ামি

ডেস্ক রিপোর্ট:

ইন্টার মায়ামি মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু করলো ২-২ গোলে ড্র করে। ম্যাচের শেষ মিনিটে লিওনেল মেসির অসাধারণ সাহায্যে তালেকসকো সেগোভিয়ার গোলে মায়ামি সমতা ফিরে পায় এবং একটি পয়েন্ট অর্জন করে।

বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের ৫ মিনিটের মাথায় মায়ামি এগিয়ে যায়। নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে মেসি তমাস আভিলেসকে পাস দেন, যিনি গোল করে মায়ামিকে লিড এনে দেন। ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোলে মায়ামি এগিয়ে থাকলেও ১৮ মিনিট পর তিনি লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলে দেন। ফলে ২৩ মিনিটে মায়ামি ১০ জনের দলে পরিণত হয়।

১০ জনের দল হওয়ার মাত্র ৩ মিনিট পর নিউইয়র্ক সিটি সমতায় ফিরে। মিতিয়া ইলেনিচের গোলে সমতা ফেরার পর ৫৫ মিনিটে আলোনসো মার্তিনেজের গোলে নিউইয়র্ক সিটি এগিয়ে যায়। তারা এই লিড ধরে রাখে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।

যোগ করা সময়ের ৯ মিনিটে মেসির জাদুকরি পাসে সেগোভিয়া গোল করে মায়ামিকে হারের হাত থেকে বাঁচান। মাঝ মাঠের একটু ওপরে সেগোভিয়ার কাছে বল পেয়ে মেসি দ্রুত সামনে এগিয়ে গিয়ে ডিফেন্স ছেদ করে বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকে পাস দেন। ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করে সমতা আনেন। এই গোলে মায়ামি হারের মুখ থেকে রক্ষা পায় এবং ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

এই ড্রয়ের মাধ্যমে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা নতুন মৌসুমে একটি পয়েন্ট অর্জন করে।

মেসির জোড়া গোলে

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মায়ামি

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মায়ামি

ডেস্ক রিপোর্ট:

অর্জনের ঝুলিতে আরও একটি শিরোপা যুক্ত করলেন লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তাদের প্রথম সাপোর্টারস শিল্ড শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির অসাধারণ নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে সাফল্য অর্জন করেছে ইন্টার মায়ামি, যা অনুষ্ঠিত হয়েছিল লোয়ার ডটকম ফিল্ডে।

ম্যাচের প্রথমার্ধ ছিল ইন্টার মায়ামির নিয়ন্ত্রণে, আর আরও নির্দিষ্ট করে বললে মেসির। ৪৫ মিনিটে একটি দুর্দান্ত গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করে জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে প্রথমার্ধের শেষে ইন্টার মায়ামি ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং দ্রুত এক গোল শোধ দেয়। এতে লড়াই জমে ওঠার আভাস মেলে। তবে মায়ামি তাদের আক্রমণ চালিয়ে যায়, এবং ৪৮ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তবুও, ৬১ মিনিটে পেনাল্টি থেকে কলম্বাসের হার্নান্দেজ গোল করে ম্যাচের উত্তেজনা ধরে রাখেন।

ম্যাচের শেষ দিকে, ৮৪ মিনিটে আবারও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন হার্নান্দেজ, কিন্তু তার দ্বিতীয় পেনাল্টি শটটি আটকে দেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই গুরুত্বপূর্ণ সেভ মায়ামির জয় নিশ্চিত করে এবং দল ৩-২ ব্যবধানে জয় লাভ করে।

সাপোর্টারস শিল্ড জয়ের পর মেসির লক্ষ্য এখন এমএলএস কাপ। ম্যাচ শেষে মেসি বলেন, ‘প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, এখন আমাদের সামনে যা আছে তাতে মনোযোগ দিতে হবে।’ ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় ইন্টার মায়ামি প্লে-অফে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে।

ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ মেসিদের মায়ামি

ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ মেসিদের মায়ামি

ডেস্ক রিপোর্ট:

লিওনেল মেসি আর ইন্টার মায়ামি যেভাবে ছুটছিল, তাকে রূপকথা ছাড়া অন্য কিছু বলার সাধ্য ছিল কই। একের পর এক ম্যাচে নিজের ঝলক দেখিয়েছেন মেসি। তাতে ইন্টার মায়ামিও ছুটেছে জয়ের পথে। লিগস কাপে শিরোপা, ইউএস ওপেন কাপের ফাইনাল সবমিলিয়ে শুরুটা ছিল দুর্দান্ত। সেই জয়ের ধারায় এবার লাগাম টেনে ধরলো ন্যাশভিল।

ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে ঘরের মাঠে এদিন জয় পেতে ব্যর্থ হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। দারুণ অ্যাটাকিং ফুটবল খেলেও গোলশুন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের।

পুরো ম্যাচে বেশিরভাগ সময়েই লাগাম নিজেদের কাছেই রেখেছিল টাটা মার্টিনোর শিষ্যরা। কিন্তু ন্যাশভিল ছিল সতর্ক। কদিন আগেই লিগস কাপের ফাইনালে মায়ামির কাছে হেরেছিল তারা। সেবারেও অবশ্য ৯০ মিনিটের খেলা ড্রতেই শেষ হয়। এবারেও দেখা গেল তেমন ফল।

এদিন ম্যাচের আগে নিজেদের সদ্য জয় করা লিগ কাপের শিরোপা সমর্থকদের সামনে নিয়ে আসে মায়ামির খেলোয়াড়রা। প্রত্যাশা ছিল এমন দিন জয় দিয়ে স্মরণীয় করে রাখা। কিন্তু তার আর হলো না। নিজেদের কনফারেন্সের শক্তিশালী প্রতিপক্ষ ন্যাশভিল এসসির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। আর যুক্তরাষ্ট্রের প্রথমবারের মত জয় পেতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।

পুরো ম্যাচেই নিজেদের জমাট রক্ষণের আস্থা রেখেছিল ন্যাশভিল। তাতে ফলও এসেছে। পুরো ম্যাচে গোটা ছয়েক শট নিয়েও গোল করতে পারেননি মেসি। প্রতিবারই আটকেছেন ন্যাশভিল রক্ষণের কাছে। অবশ্য শুধু মেসিই না। এদিন পুরো মায়ামির আক্রমণকেই প্রতিহত করেছেন লুকাস ম্যাকনটন-জ্যাক মাহেররা।

পুরো ম্যাচে ১৩ টি শট নিয়েছে মায়ামি। বল দখলে ছিল ৬৯ শতাংশ সময়। এমনকি পাসও খেলেছে বিপক্ষ দলের প্রায় তিনগুণ। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধের দেয়ালের সামনে এসব পরিসংখ্যান একেবারেই কাজে আসেনি মায়ামির।

এই ম্যাচের পর অবশ্য নিজের দলকে নিয়ে আরও কিছুটা ভাবনায় পড়তে হবে মায়ামি কোচ মার্টিনোকে। মেসির অফফর্মের দিনে তার দলের জয় নিয়ে ফেরা বেশ কঠিন, সেই অবস্থার উন্নতি নিশ্চয়ই চাইবেন তিনি।

এই ড্রয়ের পর এমএলএসের প্লে-অফের খেলার আশা কার্যত শেষ হয়ে গেল মেসির ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ২৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। প্লে-অফ খেলতে অন্তত নবম স্থানে যেতে হবে তাদের। নয়ে থাকা শিকাগো ২৬ ম্যাচে পেয়েছে ৩২ পয়েন্ট। আর সমান ম্যাচে ন্যাশভিলের সংগ্রহ ৩৯।