Tag Archives: রমজানে করণীয় বিষয়াবলী

রমজানে করণীয় বিষয়াবলী

 

আলাউদ্দিন হোসেন আলো:

দীর্ঘ ১১ মাস পেরিয়ে আমাদের মাঝে এসেছে রামাদান। পবিত্র ‘রামাদান’ হলো ইসলামের গুরুত্বপূর্ণ মাস, নিজেকে আত্মশুদ্ধি, ইবাদত ও সংযমের মাস হিসেবে গণ্য করা হয়। এটি হিজরী নবম মাস এবং মুসলমানদের জন্য এই মাসে আল্লাহ তায়ালা রোজাকে ফরজ করা হয়েছে।

প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যাক্তির উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। আর মুমিনদের আত্বগঠন এবং ঈমানকে মজবুত করার একমাত্র সময়।

রোজা এমন এক ইবাদাত যার প্রতিদান ফেরেস্তারা লিখতে অপারগ। রোজার প্রতিদান নিয়ে ভাবনা সাধ্য কার! মহান রবের বিশালতার সাথে রোজার প্রতিদানও মিশে আছে। রোজা একমাত্র মহান রবের জন্য। মহান আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিবেন। এমন বরকতময় রমজান প্রতিবার আমাদের নিকট আসে মাস পেরিয়ে আবার সে এক বছরের জন্য বিদায় নেয়। এভাবে আমাদের জীবনে অনেকগুলো রমজান পেরিয়ে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। পৃথিবীর সব আমল শেষ হয়ে যায়। শুরু হয় তার ফল লাভ, তার প্রাপ্তি, তার পুরস্কার। রমজানে বরকতময় সময়ে ইবাদতে মশগুল রাখা একান্ত কর্তব্য।

রমজান মাসে ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এ মাসে করা নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সা: বলেছেন– রমজানে একটি নেক আমলে সত্তর গুন বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তায়ালা এই মাসে বান্দার দোয়া ও নেক আমল কবুল করেন। রমজানে মাসে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত হলো—

রোজা রাখা: সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থাকা আবশ্যক।

তারাবিহ নামাজ: এশার নামাজের পর বিশেষ এই নামাজ আদায় করা হয়।

কুরআন তিলাওয়াত: এই মাসে কুরআন নাজিল হয়েছিল। আর যেহেতু কুরআন নাজিলের মাস হিসেবে বেশি বেশি কুরআন পড়ার তাগিদ দেওয়া হয়েছে।

দোয়া ও জিকির: আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্য লাভের জন্য দোয়া করা ও বিভিন্ন জিকির করা রমজানের অন্যতম ইবাদত। পাশাপাশি তাসবীহ তাহলীলে মগ্ন থাকা।

ইতিকাফ: শেষ দশ দিনে মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা সুন্নত।

রমজান মাস আত্মশুদ্ধির হলেও এর মাঝে বিশেষ আনন্দ ও উৎসবের আমেজও থাকে। বিশেষ করে —

পরিবার ও সমাজের মানুষ একসঙ্গে বসে ইফতার করা বিশেষ উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পাশাপাশি গরিব দুঃখী মানুষকে নিয়ে একসাথে ইফতারে অংশগ্রহণ করা৷

রমজানে দানশীলতা বাড়ে, মানুষ গরিবদের সাহায্য করে, যা একপ্রকার আনন্দের উৎস। রমজান মাস হচ্ছে দানের মাস। এই মাসে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন।

শেষ কথা
রমজানের ৩০ টি রোজা রাখা আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম। এটি ক্যাবল গুনাহ মোচন নয়। জান্নাতে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। রহমত, মাগফিরাত এবং নাজাতের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে রমজান৷ কিন্তু আরমা কতটুকু আল্লাহর নৈকট্য লাভ করতে পারলাম সেটা হচ্ছে মুখ্য বিষয়। তাই সকলের উচিত বেশি বেশি আল্লাহর ইবাদত করা এবং এই মাসের পূর্ণ ফজিলত আর্জন করার তাওফিক দান করুক। জান আত্মশুদ্ধি, সংযম ও খোদাভীতি অর্জনের মাস, যা ঈদুল ফিতরের মাধ্যমে আনন্দের রূপ নেয়।

লেখক:
আলাউদ্দিন হোসেন আলো
আইন বিভাগ
কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়