স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
শুক্রবার (২৮ এপ্রিল) বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফির নেতৃত্বে জেলা ছাত্রলীগের জাহিদুল হাসান জাহিদ, মোঃ ইসমাইল, মাহমুদুল হাসান ভূইয়া মাহমুদ, জান্নাতুল রিয়াদ জাফর কাউসার, এমদাদুল হক মিলনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মীবৃন্দ।