Tag Archives: রেমিট্যান্স এলো

চলতি মাসের প্রথম ২৩ দিনে

চলতি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

চলতি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট:

চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ দৈনিক গড়ে ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ হয়েছে নিম্নরূপ: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৮৭ কোটি ৮৩ লাখ ডলার। অর্থাৎ আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহের দিকে নজর দিলে দেখা যায়, জুলাই মাসে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার এবং অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।