মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দামে লাফিয়ে বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে তেলের দাম প্রায় ৯ শতাংশ বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দুটি ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ। চলতি বছরে এই প্রথম এক সপ্তাহে তেলের দাম এত বেশি বেড়েছে।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অপরিশোধিত তেলের একটি বড় অংশ আসে ইরান থেকে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের তেল খনিগুলোর ওপর হামলার হুমকি এই দাম বৃদ্ধির অন্যতম কারণ।
যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনএক্সের মতে, যদি ইসরায়েল ইরানের তেল অবকাঠামোতে হামলা চালায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।